চীনের সম্মতি পেলেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, তথ্য ও সম্প্রচার এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গতকাল রোববার দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দেশের সর্ববৃহৎ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার চীনের কাছে সব কাগজপত্র পাঠিয়েছে। অর্থব্যয়-সংক্রান্ত বিষয়েও চূড়ান্ত আলোচনা সম্পন্ন করেছে। চীনা সরকারের বিশেষজ্ঞ দল যাচাই-বাছাই করছে। দেশটির সম্মতি পেলেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে।
পরে জেলা শিল্পকলা একাডেমিতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন রিজওয়ানা হাসান। সেখানে তিনি বলেন, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে দেশ ইতিবাচক পরিবর্তনের পথে অগ্রসর হবে এবং গণভোট নাগরিকদের স্বাধীনভাবে মতপ্রকাশের একটি সাংবিধানিক ও গণতান্ত্রিক সুযোগ সৃষ্টি করবে।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের নেতারা।
সন্ধ্যায় রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে মতবিনিময় সভায় যোগ দেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সভায় যোগদানের আগে তিনি সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই আমরা বড় তিনটা এজেন্ডা নিয়ে প্রথম থেকেই কাজ করছি। একটা সংস্কার, বিচার ও নির্বাচন। পরবর্তী সময় সরকারের নিয়ন্ত্রণের বাইরে রেখে সংস্কার কমিশন গঠন করা হয়। সেই সংস্কার কমিশনের মাধ্যমে এবং রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে যাচাই-বাছাই শেষে জুলাই সনদ প্রস্তুত করা হয়। জুলাই সনদ দীর্ঘদিন পর্যালোচনা করে গণভোটের প্রশ্ন নির্ধারণ করা হয়। জুলাই সনদের বড় দাগের প্রশ্ন নিয়ে গণভোট আয়োজন করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, বিভাগীয় তথ্য অফিসের পরিচালক ড. মোফাকখারুল ইকবাল। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।