তিনজনকে ধরিয়ে দেওয়ার আহ্বান জুমার, তারা কারা
তিনজনকে ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। শনিবার দুপুরে তিনি ওসমান হাদির একটি ছবি পোস্ট করেন। এতে সেই ছবিতে আরও কয়েকজন রয়েছে। ক্যাপশনে এই নেত্রী এ আহ্বান জানান। জুমা তিনজনকে ছবিতে চিহ্নিত করে দিয়েছেন। পোস্টে জুমা বলেন, এই তিনজনকে যেকোনো মূল্যে ধরিয়ে দিন। বাংলাদেশের জনতা আপনারাই ইনকিলাব কর্মী, আপনারাই এই ভার হাতে নিন। প্রশাসন কোথায় আমাদের আপডেট দেবে, তা না করে উলটো আমাদের কাছেই আপডেট চাইতেছে। এরআগে ইনকিলাব মঞ্চের সদস্য মোহাম্মদ ওসামা জানান, যারা ওসমান হাদির ওপর গুলি চালিয়েছে তারা প্রায় দুই সপ্তাহ আগে তার প্রচারণার টিমে যোগ দিয়েছিল।...