ঢাকা মেট্রোপলিটন এলাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ই-টিকিটিং ব্যবস্থায় গণপরিবহণকে নির্দিষ্ট বাস স্টপেজ/ কাউন্টার ছাড়া কোনো যাত্রী পরিবহন (ওঠানো-নামানো) না করার জন্য অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ ছাড়া টিকিটের মাধ্যমে সিঙ্গেল লেনে যাত্রী পরিবহন করতে হবে।
শনিবার (১৭ জানুয়ারি) রাতে ডিএমপির মিরপুর ট্রাফিক ডিভিশনের ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তি এসব তথ্য জানা যায়।
সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, ঢাকা মেট্রোপলিটন এলাকায় গণপরিবহণে যাত্রীসেবা সহজীকরণ, পরিবহন মালিক ও শ্রমিকদের কল্যাণ নিশ্চিতকরণ, যানজট নিরসন ও গণপরিবহণে শৃঙ্খলা সমুন্নতকরণে আগামী মঙ্গলবার (২০ জানুয়ারি) হতে ই-টিকিটিং সিস্টেম চালু করা হচ্ছে।
এখন থেকে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বিশেষ করে মিরপুর ট্রাফিক ডিভিশনের (গাবতলী-টেকনিক্যাল-কল্যাণপুর-তালতলা-শেওড়াপাড়া-মিরপুর ১-মিরপুর ১০-মিরপুর ১৪- কচুক্ষেত-ভাসানটিক-কালশি-সেগুফতা-মিরপুর ১২-বিরুলিয়া ব্রিজ-ডিয়াবাড়ী ক্রসিং ও সংলগ্ন এলাকা ) সব গণপরিবহণকে নির্দিষ্ট বাস স্টপেজ/ কাউন্টার ছাড়া কোনো যাত্রী পরিবহন (ওঠানো-নামানো) না করার জন্য অনুরোধ করা হলো। টিকিটের মাধ্যমে সিঙ্গেল লেনে যাত্রী পরিবহন করতে হবে। আগামীকাল রবিবার (১৮ জানুয়ারি) হতে যাতে পরিবহন চালক ও হেলপার/সুপারভাইজার বিষয়টি মেনে চলে সেজন্য তাদের সচেতন ও অবহিত করতে সংশ্লিষ্ট পরিবহন মালিক/শ্রমিকগণকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
সংবাদ বিজ্ঞপ্তি আরো বলা হয়, উপর্যুক্ত নিয়মের ব্যত্যয় (অর্থাৎ নির্দিষ্ট স্টপেজ ছাড়া যাত্রী উঠানো-নামানো, টিকিট ছাড়া যাত্রী পরিবহন, সিংগেল লেন না মেনে রাস্তায় যানজট তৈরি প্রভৃতি) হলে আগামী মঙ্গলবার (২০ জানুয়ারি) হতে সংশ্লিষ্ট চালক (পয়েন্ট কর্তনসহ) ও পরিবহনের বিরুদ্ধে মামলা/জরিমানাসহ কঠোরভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, কোনো পরিবহন চালক একই দিন একাধিকবার/ একাধিক স্থানে উক্ত নিয়মের ব্যত্যয় ঘটালে তাকে একাধিকবার শাস্তির সম্মুখীন হতে হবে। বিধায়, যাত্রীসাধারণ, পরিবহন শ্রমিক, চালক ও হেলপার/ সুপারভাইজারদেরকে উক্ত বিষয়টি সচেতন ও অবগতকরণের জন্য প্রচারণা/মাইকিং করতে হবে। সংশ্লিষ্ট পরিবহন মালিক-শ্রমিক(ড্রাইভার/হেলপার)-ট্রাফিক পুলিশ বিষয়টি নিশ্চিত করবেন বলে সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়।