আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বগুড়ায় যৌথবাহিনীর বিশেষ টহল অভিযান শুরু হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে শহরের ওয়াবদা গেট এলাকা থেকে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত বিশাল এই বহরটি যাত্রা শুরু করে।
যৌথবাহিনীর এই টহল দল বগুড়া সদর-৬ আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করে। সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা বোধ তৈরি এবং যেকোনো ধরনের সহিংসতা বা নাশকতা রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
টহল চলাকালীন অভিযানে নেতৃত্ব দেন বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার। তিনি বলেন, নির্বাচন ঘিরে জনমনে স্বস্তি বজায় রাখা এবং শান্তিশৃঙ্খলা সমুন্নত রাখতে আমরা মাঠে কাজ করছি। যেকোনো ধরনের বিশৃঙ্খলা দমনে প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ এবং ভোটারদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এই বিশেষ টহল।
পর্যায়ক্রমে জেলার প্রতিটি এলাকায় এই নিরাপত্তা তৎপরতা জোরদার করা হবে। বিকেল থেকে শুরু হওয়া এই অভিযানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য অংশ নেন।