সাতক্ষীরা প্রতিনিধি:
চোরচক্রের এক সদস্যকে আটক করায় সাতক্ষীরায় গুলিবিদ্ধ হয়েছে দুই ব্যবসায়ী। বৃহস্পতিবার(১১ ডিসেম্বর) ভোররাতে সাতক্ষীরা জেলার ভোমরা স্থলবন্দরের শাখারা এলাকায় ঘটনাটি ঘটে। আহতরা হলেন, হাড়দ্দা গ্রামের আলাউদ্দিন সরদারের ছেলে নাসির উদ্দিন (৪০) ও একই এলাকার সৈয়দ রহমানের ছেলে মো. শাহিনুর রহমান (৪২)।া বর্তমানে তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে ।
স্থানীয়দের মধ্যে আহসানুল্লাহ এবং রেজাউল আফরোজ শাওন জানান, নাসির উদ্দিন ও শাহিনুর রহমান দুজন যৌথভাবে ডিস লাইন ও ইন্টারনেটের ব্যবসা করত। বৃহস্পতিবার(১১ডিসেম্বর) রাত ৩টার দিকে শাকরা গ্রামের সাহেব মেম্বারের বাড়ির সামনে থেকে কয়েকজন চোর ডিস লাইনের তার চুরি করতে থাকে। এ সময় ওই দুই ব্যবসায়ী তাদের মধ্যে একজনকে আটক করলে চোর চক্রের ৫/৬ছয় জন সদস্য এসে তাদের মারপিট করতে থাকে। একপর্যায়ে তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে তারা দুজন গুলিবিদ্ধ হন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
আহত ব্যবসায়ীদের মধ্যে শাহিনুর রহমান জানান, রাত সাড়ে তিনটার দিকে তিনি সহ ব্যবসায়ী পার্টনার নাসির উদ্দিন একজন চোরকে আটক করেন। এরপর ঘটনাস্থলে ওই চোরচক্রের ৫ থেকে ৬ জন সদস্য এসে আমাদের মারপিট করে। এক পর্যায়ে তারা গুলি ছুড়লে গুলির আঘাতে আমি সব নাসির আহত হই । পরে এলাকাবাসী এগিয়ে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা । ওই সময় স্থানীয়দের সহযোগিতায় আমরা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হই।
সাতক্ষীরা মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শোভন মল্লিক জানান, আহত দুজনকে চিকিৎসা করেছেন সত্য।কিন্তু গুলিবিদ্ধের ঘটনাটি জানার জন্য তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলার অনুরোধ জানান।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি ) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, ঘটনাস্থল থেকে একটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ককটেল বা দেশীয় কোন বিস্ফোরক জাতীয় বস্তু বিস্ফোরণ ঘটানো হয়েছে, যাতে তাদের শরীরে আঘাত লেগেছে ।তবে গুলির কোন ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন।