ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ‘জটিল’ কিন্তু দিনের শেষে দুই দেশ এক হবে বলে আশা করেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
মার্কিন সংবাদমাধ্যম ‘ফক্স নিউজ’কে দেওয়া সাক্ষাৎকারে এমন আশা প্রকাশ করেছেন তিনি। বাণিজ্য শুল্ককে ঘিরে চলমান টানাপোড়েনের মাঝে তার এই মন্তব্য দুই দেশের মধ্যে আলাপ-আলোচনার ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, ভারতের সরকারি কর্মকর্তাকে উদ্ধৃত করে বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, দুই দেশের মধ্যে আলোচনার পথ খোলা রয়েছে।
রাশিয়ার কাছ থেকে তেল কেনার ‘জরিমানা’ স্বরূপ বাড়তি শুল্ক আরোপের ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনার পর দুই দেশ এই বিষয়ে সমঝোতায় আসতে পারে বলে ধারণা করা হলেও তা হয়নি।
ইতিমধ্যে দুই দেশের মধ্যে বিদেশনীতি, বাণিজ্য, শুল্ক ছাড়াও একাধিক বিষয় ঘিরে দূরত্ব বেড়েছে। এরই মাঝে রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে ‘অনড়’ নরেন্দ্র মোদী। এদিকে, ২৭শে অগাস্ট থেকেই ট্রাম্প প্রাশনের তরফে ভারতের উপর আরোপ করা ৫০শতাংশ বাণিজ্য শুল্ক কার্যকর হয়েছে।