দশ বছর আগের ঘটনা। বেসরকারি টিভি চ্যানেল দীপ্ত টিভি চালু হয় বাংলাদেশে। তখন থেকেই চ্যানেলটিতে প্রচার শুরু হয় দেশি-বিদেশি বেশ কিছু সিরিজ বা সিরিয়াল। বিশেষ করে প্রচারে আসার কয়েকদিনের মধ্যে তুমুল জনপ্রিয় হয়ে ওঠে ‘সুলতান সুলেমান’ সিরিজ। তুর্কি এই সিরিজ জনপ্রিয় হওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছে বাংলায় করা ‘ডাবিং’।
ছয়শ বছর আগের অটোমান সাম্রাজ্যের রাজপ্রাসাদের নানা ঘটনা নিয়ে নির্মিত তুর্কি এই সিরিজটি বাংলাদেশে প্রচারের আগে তৈরি করা হয় ডাবিং স্টুডিও, নিয়োগ দেয়া হয় ডাবিং শিল্পীদের।
ফলে বাংলাদেশের দর্শকদের কাছে সুলতান সুলেমান, হুররাম সুলতান, নিগার গালফা, ইব্রাহিম পাশাসহ নানা চরিত্র হয়ে ওঠে খুব পরিচিত। কারণ তারাও অনর্গল কথা বলে ‘প্রমিত বাংলায়’।
তবে আরও বড় কারণ এই সিরিজের গল্প, চিত্রনাট্য, সংলাপ ও নির্মাণ কৌশল। শুধু সুলতান সুলেমানই নয়, কসেম সুলতান, ফেরিহাসহ জনপ্রিয় হয়েছে বেশ কিছু সিরিজ।
সুলতান সুলেমানের পথ ধরে দেশের বেশ কিছু বেসরকারি টিভি চ্যানেল এবং ওটিটি প্লাটফর্ম ডাবিং সিরিজ প্রচারের উদ্যোগ নেয়।