ব্রুকলিনের এক তরুণী অ্যানির জীবনকে কেন্দ্র করে এগিয়েছে ‘আনোরা’ সিনেমার গল্প। তার জীবনের প্রেম, বিয়ে আর বিয়ের পরে দূর্বিষহ হয়ে ওঠা জীবনের গল্পের সিনেমাই এবার জয় করলো ৯৭ তম অস্কারের সেরা সিনেমার মুকুট।
আলোচক আর বিশ্লেষকরা মিলে চারটি সিনেমাকে রেখেছিলেন শীর্ষের কাতারে। মনোনয়নও পেয়েছিল সেগুলো।
তবে, ‘কনক্লেভ’, ‘দ্য ব্রুটালিস্ট’, ‘এমিলিয়া পেরেজ’কে পেছনে ফেলে সেরা হয়েছে ‘আনোরা’। সেই সঙ্গে পরিচালক শন বেকার পেয়েছেন সেরা নির্মাতার খেতাব আর ২৫ বছর বয়সী মিকি ম্যাডিসন হয়েছেন সেরা অভিনেত্রী।
এর আগে গত বছর কান উৎসবে স্বর্ণপাম জিতেছিল সিনেমাটি। তখনই থেকেই আলোচনায় ছিলো আনোরা।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে স্থানীয় সময় অনুযায়ী দোসরা মার্চ রোববার সন্ধ্যায় অস্কারের জমকালো আসরে সেরা এই পুরস্কার ঘোষণা করা হয়। তবে বাংলাদেশে আয়োজনটি উপভোগ করা যায় তেসরা মার্চ সকাল থেকে।