ফিলিপাইনের রাজধানী ম্যানিলার টন্ডো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে এক হাজারের বেশি বাসস্থান ধ্বংস হয়েছে। ঘটনায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
স্থানীয় সময় গত (শনিবার, ১৩ সেপ্টেম্বর) রাতে ম্যানিলার টন্ডো এলাকায় ঘনবসতিপূর্ণ এক বস্তিতে আগুন লাগে। মুহূর্তেই জ্বলে ওঠে শত শত ছাউনি ঘর। এসময় আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িঘরেও। কয়েক ঘণ্টার চেষ্টায় স্থানীয় ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও অন্তত ১ হাজার ১০০ পরিবার ঘরবাড়ি হারিয়েছে। স্থানীয় স্কুলে তাদের আশ্রয় দেয়া হয়েছে। স্থানীয় সরকার ও দাতব্য সংস্থাগুলো ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।