এবার অভিবাসীদের পক্ষে মুখ খুললেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। জানান, ব্রিটিশ পতাকা হাতে কোনো ধরনের সহিংসতাকে সমর্থন করেন না তিনি। গত দুই দিন ধরে টমি রবিনসনের নেতৃত্বে বর্ণবাদ, অভিবাসন ও ইসলামবিদ্বেষী বিক্ষোভের জেরে এ প্রতিক্রিয়া জানান দেশটির প্রধানমন্ত্রী।
গত দুই দিন ধরেই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল লন্ডনে অভিবাসন ও ইসলাম বিরোধী ব্যাপক বিক্ষোভ দেখা যায়। কট্টর ডানপন্থি টমি রবিনসনের নেতৃত্বে ইউনাইট দ্য কিংডম বা ইডিএলের ব্যানারে এ বিক্ষোভে অংশ নেন ব্রিটেনের প্রায় দেড় লাখ জনগণ।
তাদের এ বিক্ষোভে পুলিশ বাধা দিলে ব্যাপক ধস্তাধস্তি ও ধরপাকড়ের ঘটনা ঘটে। সেসময় বিক্ষোভকারীসহ আহত হন ছয় পুলিশ সদস্যও। আটক করা হয় ২৪ জনকে। তাদের এ বিক্ষোভের পাল্টা জবাব দিতে রাজপথে নামেন দেশটিতে বসবাসরত অভিবাসীরা। যদিও তাদের সংখ্যা ছিল পাঁচ হাজারের মতো।
তবে এবার অভিবাসন বিরোধী এ বিক্ষোভের প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। জানান, ব্রিটেনের পতাকা হাতে কোনো ধরণের সন্ত্রাসবাদকে সমর্থন করবে না দেশটি। এছাড়াও, ব্রিটেনের পতাকা কখনও আত্মসমর্পণ করে না। এদেশের পতাকা বৈচিত্রময়তার প্রতীক। এখানে অভিবাসী বা গায়ের রংয়ের জন্য কাউকে হেয় করা হয় না।