যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ও কলামিষ্ট আবুল কালাম আজাদ এর পৈত্রিক বাড়ির প্রবেশদ্বার দখল ও তাকে হত্যার হুমকি সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিন তদন্ত করে ও ভুক্তভোগীর দেয়া তথ্যমতে জানা যায়, ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন, দক্ষিন জয়নগর ইউনিয়নের ২নং ওয়ার্ডে অবস্থিত যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ও কলামিষ্ট আবুল কালাম আজাদ এর পৈত্রিক বাড়ি।
তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকায়, গ্রামের বাড়িতে তার ফুফাতো ভাই সফিজল ছাড়া আর কেউই থাকেননা। গত ১১ই সেপ্টেম্বর ২০২৫ তারিখে তার বাড়ির প্রবেশদ্বার দখল করে, রাস্তার মাঝখানে সুপারির চারা রোপন করে একই এলাকার হাশেম পন্ডিত বাড়ির মোস্তাফিজের ছেলে আবু সায়েম (৪৫) ও নিজাম উদ্দিন ( ৪৮) নামে দুই ভাই।
প্রত্যক্ষদর্শী ও একই বাড়ির বাসিন্দা আব্দুল জলিল (৫৮) এই প্রতিবেদককে জানান, সাংবাদিক আবুল কালাম আজাদ অভিযুক্ত দুই ভাইয়ের নানা অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশ করায়, তারা আজাদের উপরে ক্ষুব্ধ হয়ে তার বাড়ির প্রবেশ পথ দখল করেছে এবং তাকে হত্যার হুমকি দিয়েছে।
একই এলাকার স্থানীয় বিএনপির নেতা ও ২নং ওয়ার্ড যুবদলের সেক্রেটারি বিল্লাল হোসেন (৩৫) জানায়, নিজাম উদ্দিন ও আবু সায়েম আগে আওয়ামীলীগের রাজনীতির সাথে সক্রিয় থেকে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। স্থানীয় নিরীহ মানুষদের উপরে জুলুম নির্যাতন চালিয়েছে, এদের সকল দুর্বৃত্ততায়নের বিরুদ্বে তখন থেকে সাংবাদিক আবুল কালাম আজাদ ভাই লেখালেখি করেছেন, যার কারণে ওরা তার উপরে ক্ষুব্ধ।
অভিযোগ রয়েছে, নিজাম উদ্দিন ও সায়েম দীর্ঘদিন থেকে এলাকায়, সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজী, ও টাকার বিনিময়ে শালিস বানিজ্য করে আসছে। এলাকার কোনো মানুষ তাদের অপকর্মের বিরুদ্বে প্রতিবাদ করলে, দুই ভাই মিলে তাদের উপরে নির্যাতন নিপীড়ন চালায়। মাদক সেবন ও বিক্রি সহ এমন কোনো অপকর্ম নাই যা তারা করেনা।
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, নিজাম উদ্দিন ও সায়েম আগে আওয়ামীলীগের রাজনীতির সাথে সক্রিয় ভূমিকায় থাকলেও বর্তমানে বিএনপির একই ইউনিয়নের সভাপতি ও সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহে আলম এর প্রশ্রয়ে তারা দুই ভাই এ সকল অপকর্ম করে বেড়াচ্ছে।
এ বিষয়ে জানতে চেয়ে কল হোয়াটস্যাপে কল দিলে, যুক্তরাষ্ট্র প্রবাসী ও সাংবাদিক আবুল কালাম আজাদ জানান, নিজাম উদ্দিন ও সায়েম পতিত আওয়ামীলীগ সরকারের আমল থেকে নানা অপকর্ম করে আসছিল। আমি তাদের এসব অপকর্মের বিরুদ্বে প্রতিবাদ করায়, তারা আগে থেকেই আমার বিরুদ্বে নানা ষড়যন্ত্রে লিপ্ত ছিল।
সম্প্রতি আমার পৈত্রিক বাড়ির প্রবেশদ্বার দখলের খবর পেয়ে সায়েম ও নিজাম কে কল দিলে তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং দেশে গেলে আমাকে হত্যা করার হুমকি প্রদান করে। আমি বিষয়টি দৌলতখান থানার ওসি জিল্লুর রহমানকে অবহিত করেছি, আমি দেশে না থাকায় তিনি আমার অভিযোগটি নথিভুক্ত করতে পারবেননা বলে জানান। সন্ত্রাসীরা আমাকে না পেয়ে আমার ফুফাতো ভাইকে নির্যাতনের হুমকি দিচ্ছে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।