যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক- বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও উন্নয়ন সহযোগিতার সম্পর্ক আরও গভীর করার বিষয়ে বাংলাদেশ দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ (সোমবার, ১৫ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডান লিঞ্চের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘বাংলাদেশি পণ্যের ওপর থেকে সম্পূরক শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার পদক্ষেপকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’
বৈঠকে দুদেশের বাণিজ্য ভারসাম্য কমানোর কৌশল এবং বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র থেকে তুলা ও সয়াবিনের মতো কৃষি পণ্য আমদানি বাড়ানোর আগ্রহ নিয়ে আলোচনা হয়। এছাড়াও জ্বালানি সহযোগিতা বাড়ানো, যার মধ্যে যুক্তরাষ্ট্র থেকে এলপিজি আমদানি, বেসামরিক বিমান ক্রয়, মাদক নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং চলমান রোহিঙ্গা মানবিক সংকট নিয়েও আলোচনা হয়।
বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত বলে জানান ড. মুহাম্মদ ইউনূস।