শকুনের বাসায় ৬৭৫ বছরের...

সম্প্রতি ‘ইকোলজি’ জার্নালে প্রকাশিত এক গবেষণায় তারা এক চমকপ্রদ তথ্য আবিষ্কারের কথা জানান। আপনার...

নিউ ইয়র্কে ১১ বছরের...

গ্রেপ্তার কিশোরের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে বলে শুক্রবার জানিয়েছে আইউইটনেস নিউজ। নিউ ইয়র্কের...

শাপলা প্রতীক ইস্যুতে বিএনপিকে...

ভোটের লড়াইয়ে কেউ শাপলা প্রতীক চাইতেই পারে। কিন্তু সেই ইস্যুতে বিএনপি বা ধানের...

পরকীয়া মজেছেন আবু ত্বহা...

আলোচিত-সমালোচিত ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনানকে নিয়ে তার স্ত্রী সাবিকুন নাহার সারা...
Homeবিনোদনশেষ নিঃশ্বাসে লালনের যে গান মনে রেখে বিদায় নেন ফরিদা পারভীন

শেষ নিঃশ্বাসে লালনের যে গান মনে রেখে বিদায় নেন ফরিদা পারভীন

লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৫৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারে তিনি লালন ফকিরের গান থেকে নজরুলসংগীত পর্যন্ত নানা ধরনের গান পরিবেশন করে দেশে–বিদেশে খ্যাতি অর্জন করেছেন।

ফরিদা পারভীনের মতে, লালনের গান তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘কুষ্টিয়ার এক হোমিও চিকিৎসক আমার কণ্ঠের বড় শুভানুভূতিশীল শ্রোতা ছিলেন। তিনি আমাকে লালনগীতি শেখার পরামর্শ দেন। প্রথমে আমি আগ্রহী না হলেও, বাবার বোঝানোর পর মকছেদ আলী সাঁইয়ের কাছে তালিম নিতে রাজি হই। প্রথম গান ছিল ‘সত্য বল সুপথে চল ওরে আমার মন’। এটি আমার নতুন পথের সূচনা হয়েছিল।’

তিনি আরও উল্লেখ করেছেন, লালনের গানগুলো শুধু সুরের জন্য নয়, আধ্যাত্মিকতা ও দর্শনের জন্যও তাকে আকৃষ্ট করেছে। ‘লালনের গানের ভাবনাগুলো আমাকে গভীরভাবে ছুঁয়ে যায়। এ অনুভবের পর আমি অন্য কোনো ধরনের গান ভাবতেও পারি না।’

ফরিদা পারভীন তার প্রিয় লালনগীতির বিষয়ে বলেন, ‘সাঁইজির সব গান আমি গাইনি। যেগুলো গেয়েছি, সেগুলোই আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে। সবথেকে বেশি প্রভাবিত করেছে ‘সত্য বল সুপথে চল ওরে আমার মন’ গানটি। প্রথম গান হওয়ায় এতে আলাদা আবেগ জড়িত।’

১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্ম নেওয়া ফরিদা পারভীন ৫৫ বছর ধরে গানের জগতে অবদান রেখেছেন। দেশের মধ্যে এবং বাইরে তিনি অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments