শকুনের বাসায় ৬৭৫ বছরের...

সম্প্রতি ‘ইকোলজি’ জার্নালে প্রকাশিত এক গবেষণায় তারা এক চমকপ্রদ তথ্য আবিষ্কারের কথা জানান। আপনার...

নিউ ইয়র্কে ১১ বছরের...

গ্রেপ্তার কিশোরের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে বলে শুক্রবার জানিয়েছে আইউইটনেস নিউজ। নিউ ইয়র্কের...

শাপলা প্রতীক ইস্যুতে বিএনপিকে...

ভোটের লড়াইয়ে কেউ শাপলা প্রতীক চাইতেই পারে। কিন্তু সেই ইস্যুতে বিএনপি বা ধানের...

পরকীয়া মজেছেন আবু ত্বহা...

আলোচিত-সমালোচিত ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনানকে নিয়ে তার স্ত্রী সাবিকুন নাহার সারা...
Homeআন্তর্জাতিকআন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় ইসরাইলকে নিষিদ্ধের দাবি স্পেনের

আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় ইসরাইলকে নিষিদ্ধের দাবি স্পেনের

আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরাইলকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোর প্রতি এ আহ্বান জানিয়ে তিনি বলেন, রাশিয়াকে যেমন ২০২২ সালে ইউক্রেনে হামলার পর বর্জন করা হয়েছিল, গাজায় গণহত্যার জন্য ইসরাইলের ক্ষেত্রেও একই পদক্ষেপ নেয়া উচিত। খবর আল জাজিরার।

গাজায় ইসরাইলের চলমান গণহত্যার প্রেক্ষিতে এ আহ্বান জানিয়েছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী। তিনি বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ইসরাইলের জন্য নীতিগতভাবে সঠিক হবে কিনা, ক্রীড়া সংস্থাগুলোর তা বিবেচনা করে দেখা উচিত। ইউক্রেনে আক্রমণের পরে রাশিয়াকে কেনো বর্জন করা হবে এবং গাজা আক্রমণের পরে ইসরাইলকে কেনো বর্জন করা হবে না, এমন প্রশ্ন তোলেন তিনি।

স্প্যানিশ প্রধানমন্ত্রী আরো বলেন, ‘যতক্ষণ না বর্বরতা শেষ হয়, রাশিয়া বা ইসরাইলের কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা উচিত নয়।’ এরআগে গত সপ্তাহে, স্পেনের ক্রীড়ামন্ত্রী পিলার আলেগ্রিয়া বলেছিলেন, ইসরাইলি দলগুলোকে খেলাধুলা থেকে নিষিদ্ধ করা উচিত। যেমনটি ইউক্রেনে হামলার পর রাশিয়ার দলগুলোকে ব্যাপকভাবে নিষিদ্ধ করা হয়েছিল।’

একইসঙ্গে দেশটি ইসরাইলের সঙ্গে প্রায় এক বিলিয়ন ইউরোর অস্ত্রচুক্তিও বাতিল করেছে। গত বছর, হেগ-ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরাইলি প্রধানমন্ত্রী এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্তের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। প্রতিক্রিয়ায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আন্তর্জাতিক অপরাধ আদালতকে ইহুদি-বিদ্বেষী বলে অভিহিত করেন।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments