রাজশাহীর বাঘায় চকরাজাপুর ইউনিয়নের চৌমাদিয়া চরে এক সপ্তাহের ব্যবধানে ১৫টি বাড়ি পদ্মার গর্ভে বিলীন হয়ে গেছে। দেখতে দেখতে এই বাড়িগুলো পদ্মার গর্ভে চলে যায়।
জানা গেছে, পদ্মার চকরাজাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে চৌমাদিয়া চরে দুই শতাধিক ব্যক্তি বাড়ি করে বসবাস করছিলেন। এর মধ্যে আয়নাল মোল্লার বাড়ির দক্ষিণে কিছু শাকসবজির আবাদ করা ছিল। ভালো বাড়ি দেখে পাশের এলাকায় গিয়েছিলেন আয়নাল মোল্লা। সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ৯টার দিকে খবর পেলেন বাড়ি পদ্মার গর্ভে চলে যাচ্ছে। এসে দেখেন টিনের তৈরি করা কিছু অংশ ঘর পদ্মার গর্ভে বিলীন হয়ে গেছে। এর আগের রাতে একইভাবে মাদার ব্যাপারি আনজিরা বেগম ও পারু বেগমের বাড়ি পদ্মার গর্ভে বিলীন হয়ে যায়।
এদিকে এক সপ্তাহের ব্যবধানে চৌমাদিয়া চরের সুরুজামাল, সাইদুর রহমান, ছাপরান আলী, রুবেল হোসেন, জুয়েল আলী, এরশাদ আলী, আয়না বিবি, হাসেনা বেগম, সুলতান আলী, আবেদা বেগম, মাসুদ আলীর বাড়ি পদ্মার গর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া আতারপাড়া ও দিয়ারকাদিরপুর চরের মানুষ ঝুঁকিতে বসবাস করছেন।