ঝিনাইদহ করেসপনডেন্ট:
ঝিনাইদহের কোদালিয়া গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর)সকাল দশটার দিকে এ ঘটনা ঘটে। আহতরা ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঝিনাইদহ সদর উপজেলার কোদালিয়া গ্রামে দীর্ঘদিন ধরে বিএনপির দু গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি বৃষ্টিতে স্থানীয় বিএনপি নেতা আব্দুল হাই গ্রুপের শোয়েব নামের এক ব্যক্তির পুকুরের মাছ ভেসে যায়। এ সময়, অপর বিএনপি নেতা টুকু মুন্সি গ্রুপের লোকজন ভেসে যাওয়া মাছ শিকার করার সময় আব্দুল হাই গ্রুপের অলিয়ার রহমানসহ তার ভাই শোয়েব মাছ ধরতে নিষেধ করেন।
এ সময়, দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। গতকাল টুকু মুন্সি গ্রুপের লোকজন শোয়েবের ওপর হামলা করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।
এরই জেরে আজ সকালে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয়পক্ষের নারী-পুরুষসহ অন্তত ১২ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় অভিযোগ না আসায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।