ব্রিটেনে পৌঁছাতে না পৌঁছাতেই তুমুল জনরোষের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যৌন নিপীড়ক জেফরি এপস্টেইন ও ট্রাম্পের ছবি প্রজেক্টর দিয়ে ব্রিটিশ রাজপ্রাসাদের দেয়ালে প্রদর্শন করেছে সেখানকার বিক্ষোভকারীরা। দেশটিতে এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে আটকের কথা জানিয়েছে ব্রিটিশ পুলিশ। খবর বিবিসির।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়াকে স্বাগত জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার। তার আগে এ ইস্যুতে ব্যাপক বিক্ষোভ দেখা যায়।
বিভিন্ন স্লোগানের পাশাপাশি ট্রাম্পকে অপমান করে প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। ব্যাঙ্গ করে ট্রাম্প, ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু ও জেফরি এপস্টেইনের ছবি-ভিডিও নিয়ে বিক্ষোভ হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, মঙ্গলবার প্রথমে বিক্ষোভকারীরা উইন্ডসর প্রাসাদের দেয়ালে এপস্টেইন ও ট্রাম্পের বিশাল এক প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পরে রাতে আবারও প্রাসাদে দুজনের ছবি প্রদর্শন করে তারা।
দীর্ঘদিন ধরেই এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এ সফরে দুদেশের মধ্যে প্রায় ১০ বিলিয়ন ডলারের চুক্তি হওয়ার কথা রয়েছে। এর পাশাপাশি, ফিলিস্তিন ইস্যুতেও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমারের সাথে কথা হতে পারে মার্কিন প্রেসিডেন্টের।