রাঙ্গামাটি করেসপনডেন্ট:
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে যাওয়ার পথে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে রিংকি নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন।
নিহত শিক্ষার্থী রিংকি খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। এছাড়া, আহতদের সবাই একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেও জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
জানা গেছে, শিক্ষা সফরে যাওয়ার পথে সাজেকের হাউজপাড়া এলাকায় খুবি শিক্ষার্থীদের বহনকারী জীপটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা রিংকি নামের ওই শিক্ষার্থী নিহত হন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে, দুর্ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে। উদ্ধারের পর তাদের দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হচ্ছে বলে জানা গেছে।
শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার।