জানা গেছে, দীর্ঘদিন ধরে সানসিল্ক পাকিস্তানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন হানিয়া। সেই সূত্র ধরেই তিনি ব্র্যান্ড প্রতিনিধিত্ব করতে বাংলাদেশে আসছেন। ঢাকায় কয়েক দিন অবস্থান করবেন তিনি এবং অংশ নেবেন সানসিল্কের বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমে।
এদিকে, হানিয়ার আগমন আনন্দের খবর বটে, তবে তারকাপ্রেমীদের জন্য আরও একটি সুখবর হলো—এই অক্টোবরেই পাকিস্তানের জনপ্রিয় দুই হিপহপ গায়ক তালহা আনজুম ও তালহা ইউনুস ঢাকায় আসছেন।
জানা গেছে, এই পাকিস্তানি দুই গায়ককে নিয়ে আসছে রিশকা কানেক্ট ও ঢাকা ব্রডকাস্ট। আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা না হলেও আয়োজকরা জানিয়েছে, সব কিছু ঠিক থাকলে আগামী ১৭ অক্টোবর রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হবে।
২০১৩ সালে ‘বার্গার-এ-করাচি’ গান দিয়ে পরিচিতি পান তারা। এরপর ‘ম্যালা মজনু’, ও ‘লাম সাই চৌরা’সহ কয়েকটি গান শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পায়।
২০২১ সালে পাকিস্তান সুপার লিগের থিম সংয়ে কণ্ঠ দেন দুজন। একই বছর পাকিস্তান ডে প্যারেডের লাইভ শোতেও একসঙ্গে পারফর্ম করেন তারা।