শকুনের বাসায় ৬৭৫ বছরের...

সম্প্রতি ‘ইকোলজি’ জার্নালে প্রকাশিত এক গবেষণায় তারা এক চমকপ্রদ তথ্য আবিষ্কারের কথা জানান। আপনার...

নিউ ইয়র্কে ১১ বছরের...

গ্রেপ্তার কিশোরের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে বলে শুক্রবার জানিয়েছে আইউইটনেস নিউজ। নিউ ইয়র্কের...

শাপলা প্রতীক ইস্যুতে বিএনপিকে...

ভোটের লড়াইয়ে কেউ শাপলা প্রতীক চাইতেই পারে। কিন্তু সেই ইস্যুতে বিএনপি বা ধানের...

পরকীয়া মজেছেন আবু ত্বহা...

আলোচিত-সমালোচিত ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনানকে নিয়ে তার স্ত্রী সাবিকুন নাহার সারা...
Homeবিনোদনহানিয়া আমিরের পর ঢাকায় আসবেন ২ পাকিস্তানি গায়ক

হানিয়া আমিরের পর ঢাকায় আসবেন ২ পাকিস্তানি গায়ক

সৌন্দর্য, লাবণ্য আর অভিনয়ে বৈচিত্র্যের কারণে দক্ষিণ এশিয়ার শোবিজ অঙ্গনে আলোচিত নাম হানিয়া আমির। চলতি বছর আইএমডিবি প্রকাশিত বিশ্বের সেরা সুন্দরী অভিনেত্রীদের তালিকায় তৃতীয় স্থান দখল করে আলোচনার শীর্ষে ওঠেন এই পাকিস্তানি তারকা। এবার প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন হানিয়া আমির।

জানা গেছে, দীর্ঘদিন ধরে সানসিল্ক পাকিস্তানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন হানিয়া। সেই সূত্র ধরেই তিনি ব্র্যান্ড প্রতিনিধিত্ব করতে বাংলাদেশে আসছেন। ঢাকায় কয়েক দিন অবস্থান করবেন তিনি এবং অংশ নেবেন সানসিল্কের বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমে।

এদিকে, হানিয়ার আগমন আনন্দের খবর বটে, তবে তারকাপ্রেমীদের জন্য আরও একটি সুখবর হলো—এই অক্টোবরেই পাকিস্তানের জনপ্রিয় দুই হিপহপ গায়ক তালহা আনজুম ও তালহা ইউনুস ঢাকায় আসছেন।

জানা গেছে, এই পাকিস্তানি দুই গায়ককে নিয়ে আসছে রিশকা কানেক্ট ও ঢাকা ব্রডকাস্ট। আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা না হলেও আয়োজকরা জানিয়েছে, সব কিছু ঠিক থাকলে আগামী ১৭ অক্টোবর রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, তালহা আনজুম ও তালহা ইউনুস আপন ভাই না হলেও শৈশব থেকে তাদের বন্ধুত্ব। স্কুলজীবনে দুজন মিলে ‘ইয়াং স্টানার্স’ নামে ডুয়ো ব্যান্ড গঠন করেন। তাদের গান তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, বিশেষ করে হিপহপ ও র‍্যাপ ঘরানার শ্রোতাদের মধ্যে। পাকিস্তানের সংগীত অঙ্গনে উর্দু র‍্যাপের প্রচলন ঘটান তারা।

২০১৩ সালে ‘বার্গার-এ-করাচি’ গান দিয়ে পরিচিতি পান তারা। এরপর ‘ম্যালা মজনু’, ও ‘লাম সাই চৌরা’সহ কয়েকটি গান শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পায়।

২০২১ সালে পাকিস্তান সুপার লিগের থিম সংয়ে কণ্ঠ দেন দুজন। একই বছর পাকিস্তান ডে প্যারেডের লাইভ শোতেও একসঙ্গে পারফর্ম করেন তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments