ইসরায়েলের ইলাত শহরের একটি হোটেলের সামনে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে ড্রোনটি হোটেলের প্রবেশদ্বারে এসে পড়ে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও স্বাস্থ্যকর্মীরা। খবর, টাইমস অব ইসরায়েলের।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, এই হামলার পেছনে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইলাত শহরটি ইসরায়েলের সর্বদক্ষিণে অবস্থিত এবং এটি একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র।
দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, পূর্ব দিক থেকে ছোড়া একটি ড্রোন ইলাতে আঘাত হানে এবং ওই দিক থেকে সাধারণত হামলা চালিয়ে থাকে ইয়েমেনের ইরান-সমর্থিত গোষ্ঠী হুতি বিদ্রোহীরা।