বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, জনগণের কাছে গ্রহণযোগ্যতা নেই, এমন কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতির অজুহাতে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। তারা জানে, নির্বাচনে তারা বেশি আসন পাবে না, অতীতেও পায়নি। যে পদ্ধতি সম্পর্কে জনগণের কোনো ধারণা নেই, সেই পদ্ধতি বাংলাদেশের মানুষের ওপর চাপিয়ে দেওয়ার চেস্টা করছে তারা।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোলা-৩ নির্বাচনি এলাকা তজুমদ্দিন উপজেলা হলরুমে কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে মেজর হাফিজ এ কথা বলেন।
বৃহস্পতিবার বিকালে লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে জনসভা করে নির্বাচনি প্রচারণা শুরু করেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
নির্বাচনি আসনের দুই উপজেলায় তিনি বলেন, ১৭ বছর শেখ হাসিনা দেশটাকে ধ্বংস করে গেছে। বাংলাদেশ নামক রাষ্ট্রকে প্রতিবেশী রাষ্ট্রের পদানত করে দেওয়া হয়েছে। যারা কোনো দিন আমাদের মঙ্গল চায় না। ধ্বংস করা গণতন্ত্রকে উদ্ধার করতে হবে।
১৭ বছর পর কাঙ্ক্ষিত একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে নিরপেক্ষ সরকারের পদক্ষেপকে স্বাগত জানাচ্ছে বিএনপি। তিনি এ সময় জনগণের আস্থা অর্জন ছাড়া কোনো রাজনৈতিক দলের টিকে থাকা সম্ভব নয় বলে মন্তব্য করেন।
এতে বক্তব্য রাখেন- জেলা বিএনপি সদস্য হাসান মাকসুদুর রহমান, উপজেলা বিএনপি সহ-সভাপতি জাকির হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, সহ-সভাপতি গোলাম সরোয়ার, যুবদল আহবায়ক হাসান সাফা পিন্টু প্রমুখ।
অপরদিকে লালমোহনের জনসভায় উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।