ব্রিটিশ লেবার পার্টির এমপি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক দাবি করেছেন, তার বাংলাদেশের পাসপোর্ট ও এনআইডি কার্ডের ভুয়া প্রমাণ হাজির করেছে বাংলাদেশ সরকার।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রকাশিত এক প্রতিবেদনে তার মুখপাত্র দাবি করেন, বাংলাদেশের কর্তৃপক্ষ টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অপপ্রচার চালাতে ‘ভুয়া’ পরিচয়পত্র ব্যবহার করছে।
দেশের একটি গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে উল্লেখ করা হয়, টিউলিপের নামে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র রয়েছে। বাংলাদেশি পাসপোর্টও করেছিলেন তিনি। যদিও টিউলিপের আগের দাবির সঙ্গে এসব তথ্যের মিল পাওয়া যায়নি।
এরপরই টিউলিপ অভিযোগ করেন, দুর্নীতিগ্রস্ত প্রমাণ করতেই এসব কাগজপত্র ‘জাল’ করা হয়েছে। এর আগে, টিউলিপের পাসপোর্ট ও এনআইডির প্রমাণ দিয়ে যৌথভাবে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে প্রথম আলো ও ব্রিটিশ দৈনিক দ্য টাইমস।