সরকারি পদে দুর্নীতি ও সাম্প্রতিক পেনশন সংস্কারের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল দক্ষিণ আমেরিকার দেশ পেরুর জেনারেশন জেড বা জেন জিরা। বিক্ষোভকারীরা রাজধানী লিমায় নির্বাহী ও সংসদ ভবনের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
রোববার (২১ সেপ্টেম্বর) প্রায় ৫০০ জন বিক্ষোভকারী শহরের কেন্দ্রস্থলে জড়ো হয়ে বিক্ষোভ করে। ঘটনাস্থলে ব্যাপক পুলিশ মোতায়েন ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক ৫৪ বছর বয়সী এক বিক্ষোভকারী বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘বর্তমানের গণতন্ত্রের অবস্থা অতীতের চেয়েও খারাপ। ভয় আর চাঁদাবাজির কারণে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।’
আরেক বিক্ষোভকারী বলেন, ‘কংগ্রেসের কোনো বিশ্বাসযোগ্যতা নেই, জনগণের অনুমোদনও নেই… এটি দেশের ভয়াবহ ক্ষতি করছে।’
রেডিও স্টেশন এক্সিতোসা জানিয়েছে, তাদের এক প্রতিবেদক ও একজন ক্যামেরাম্যান পুলিশের ছোড়া গুলিতে আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, অন্তত তিনজন কর্মকর্তা আহত হয়েছেন।
দেশটির রাষ্ট্রপতি দিনা বোলুয়ার্তের মেয়াদ আগামী বছর শেষ হবে। তার অবস্থানও অনেকটাই নড়বড়ে। এমন পরিস্থিতিতে দেশজুড়ে চাঁদাবাজি ও সংগঠিত অপরাধের ঘটনা বাড়ছে।
বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, সরকার ও রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠ সংসদকে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান মনে করে দেশের বহু মানুষ।
চলতি সপ্তাহে পেরুর সংসদে পাস হওয়া আইন অনুযায়ী তরুণদের বেসরকারি পেনশন তহবিলে যোগ দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। যদিও তাদের অনেকেই অনিশ্চিত কর্মপরিবেশের মধ্যে রয়েছেন।