দুজনেই প্রেসিডেন্ট। বন্ধুত্বও বেশ মধুর। তবে ভারতের মতো ‘অতিথি দেব ভব’ নীতি তো আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধাতে নেই। যার ফল, নিজের সুবিধার্থে বিপাকে ফেললেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁকে। রাষ্ট্রসংঘের সভায় যাওয়ার পথে ট্রাম্পের কনভয় পাশ করাতে ম্যাক্রোঁর কনভয় আটকে দিল মার্কিন পুলিশ। এই ঘটনায় যারপরনাই বিরক্ত ফ্রান্স প্রেসিডেন্ট রাস্তা থেকেই ফোন করলেন ট্রাম্পকে। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ঘটনার ভিডিও।
জানা গিয়েছে, এই ঘটনা ঘটেছে নিউইয়র্কের রাস্তায়। নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্টের কনভয় যে রাস্তা দিয়ে যায়, সেই রাস্তা সম্পূর্ণ ফাঁকা করে দেওয়ার। ট্রাম্পের যাত্রাপথে সমস্যা এড়াতে অন্যান্য সমস্ত গাড়ি আটকে দেওয়া হয় মার্কিন পুলিশের তরফে। যার জেরে যানজটে আটকে পড়েন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। এই অবস্থায় গাড়ি থেকে নেমে পাশে থাকা এক আধিকারিককে তিনি বলেন, ‘তাঁর কনভয় ছেড়ে দেওয়ার জন্য। তবে ওই আধিকারিক তাতে রাজি হননি। ক্ষমা চেয়ে জানিয়ে দেন তিনি নিয়ম ভাঙতে পারবেন না।’