ফ্লোরিডা এভারগ্লেডসের বিতর্কিত অভিবাসন কারাগার “অ্যালিগেটর আলকাট্রাজ”-এ আটক অভিবাসীদের এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে মায়ামি হেরাল্ড। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাই মাসে সেখানে আটক থাকা প্রায় ১,৮০০ অভিবাসীর মধ্যে দুই-তৃতীয়াংশ এখন আর অভিবাসন কর্তৃপক্ষের (ICE) অনলাইন ডাটাবেজে নেই।
অনলাইনে খোঁজাখুঁজির পরও এসব অভিবাসীর পরিবারের সদস্যরা তাদের কোনো খোঁজ পাচ্ছেন না। এতে স্বজনরা চরম উৎকণ্ঠা ও অনিশ্চয়তায় ভুগছেন। মানবাধিকার কর্মীরাও বলছেন, এটি মার্কিন অভিবাসন ব্যবস্থার অস্বচ্ছতা ও অমানবিক আচরণের আরেকটি প্রমাণ।
উল্লেখ্য, নির্যাতন ও নানাবিধ অভিযোগ সত্ত্বেও চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালত এই কারাগারটির কার্যক্রম চালু রাখার অনুমতি দেয়। এতে করে মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ আরও বেড়েছে।
“অ্যালিগেটর আলকাট্রাজ” দীর্ঘদিন ধরেই অভিবাসীদের প্রতি অমানবিক আচরণ ও খারাপ পরিবেশের জন্য সমালোচিত। কিন্তু আটক অভিবাসীদের হঠাৎ করে এভাবে নিখোঁজ হয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি ও শরণার্থী অধিকার রক্ষায় সরকারের দায়বদ্ধতাকে বড় প্রশ্নের মুখে ফেলেছে।