চতুর্থ নিউইয়র্ক ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার অ্যান্ড চেম্বার এক্সপো ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শুক্রবার (২৬ সেপ্টেম্বর) টাইমস স্কয়ারের ম্যারিয়ট মারকুইস হোটেলে। ‘Creating Economic Opportunities: Shaping a Better Future Together’ শীর্ষক এই আয়োজন এক দিনে বিভিন্ন দেশ ও খাতের শীর্ষ ব্যবসায়ী, নীতিনির্ধারক ও প্রবাসী উদ্যোক্তাদের একই মঞ্চে নিয়ে আসবে।
সকাল নয়টায় স্বাগত চায়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। পরে ফিতা কেটে এক্সপোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান অতিথি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। উদ্বোধনী ফিতা কাটবেন যুক্তরাষ্ট্রের স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (SBA) অ্যাডমিনিস্ট্রেটর কেলি লোফলার। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকবেন গ্রেটার নিউইয়র্ক চেম্বারের প্রেসিডেন্ট ও সিইও মার্ক জাফে।
সকাল ১০-১১টা পর্যন্ত ‘Shaping the Future of Trade Together’ শীর্ষক আলোচনায় অংশ নেবেন সমাজকল্যাণ ও নারী-শিশুবিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ। প্যানেলে থাকবেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, উদ্যোক্তা সৈয়দ জাকী হোসেন, ইতালি-বাংলাদেশ চেম্বারের প্রেসিডেন্ট মোহাম্মদ ইরাদ আলী, যুক্তরাজ্যের বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ওলি খান এমবিইসহ আরও অনেকে।
বেলা ১১-১২টা পর্যন্ত ‘US New Tariffs – Challenges and Opportunities for Exporters’ শীর্ষক আলোচনায় যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ নীতির চ্যালেঞ্জ ও সুযোগ তুলে ধরা হবে। এতে অংশ নেবেন বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট মো. শহাব উদ্দুজা চৌধুরী, ওয়াশিংটনে বাংলাদেশের দূতাবাসের অর্থনৈতিক মন্ত্রী ড. ফজলে রাব্বি এবং নিউইয়র্ক সিটির মেয়র অফিসের ডেপুটি কমিশনার দিলীপ চৌহানসহ যুক্তরাষ্ট্র ও ইউরোপের শীর্ষ ব্যবসায়ী ও কূটনীতিকরা।
বেলা ১.৩০-৩টা পর্যন্ত ‘Tech Forward: AI, Innovation, and the Next Wave of IT Growth’ আলোচনায় অংশ নেবেন যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার তথ্যপ্রযুক্তি খাতের উদ্ভাবনী উদ্যোক্তারা। কৃত্রিম বুদ্ধিমত্তা, স্টার্টআপ বিনিয়োগ ও ভবিষ্যৎ প্রযুক্তি প্রবৃদ্ধি নিয়ে বিস্তৃত আলোচনা হবে।
বেলা ৩-৪টা পর্যন্ত আন্তর্জাতিক পুরস্কার প্রদান করা হবে। এই সেশনে সম্মাননা দেওয়া হবে নেপালের কনসাল জেনারেল দাহিরাম ভান্ডারী এবং নিউইয়র্ক হিস্পানিক চেম্বারের প্রেসিডেন্ট নিক লুগোকে।
বিকেল ৪-৫টা পর্যন্ত ‘Smart Partnerships in Apparel’ শীর্ষক আলোচনায় অংশ নেবেন বাংলাদেশের পোশাক ও টেক্সটাইল শিল্পের শীর্ষ উদ্যোক্তারা। কৌশলগত সোর্সিং, সরবরাহ ব্যবস্থাপনা এবং বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা নিয়ে আলোচনা হবে।
বিকেল ৫-৫.৩০টা পর্যন্ত ‘Made in Bangladesh’ শীর্ষক ফ্যাশন শোতে আন্তর্জাতিক চেম্বার প্রতিনিধিদের অংশগ্রহণে প্রদর্শিত হবে পশ্চিমা সংগ্রহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন Society & Diplomatic Review-এর প্রকাশক গ্লোরিয়া স্টার কিনস।
বিকেল ৫.৩০-৬.৩০ পর্যন্ত ‘NRB-Friendly Investment Solutions in Bangladesh’ শীর্ষক সেশনে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। নিউইয়র্ক স্টেট সিনেট প্রবাসী বাংলাদেশিদের অবদানকে স্বীকৃতি জানিয়ে বিশেষ সম্মাননা প্রদান করবে।
সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে শুরু হবে নেটওয়ার্কিং ও সাংস্কৃতিক সন্ধ্যা। দিন শেষে থাকবে ব্যবসায়িক নেটওয়ার্কিং, ককটেল ডিনার ও সাংস্কৃতিক পরিবেশনা। সংগীত ও নৃত্যের মাধ্যমে বৈচিত্র্য ও ঐক্যের উৎসবে হবে অনুষ্ঠানের সমাপ্তি।
আয়োজকেরা আশা করছেন, এই বাণিজ্য মেলা বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোর জন্য নতুন বিনিয়োগ সম্ভাবনা সৃষ্টি করবে। পাশাপাশি প্রযুক্তি, পোশাকশিল্প ও প্রবাসী বিনিয়োগ—তিনটি খাতকে ঘিরে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াবে।