হকি বিশ্বকাপে ডাক পেলেন...

ভারতের তামিলনাড়ুতে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী জাতীয় হকি দলে ডাক পেয়েছেন...

ভালো ড্রেস না থাকায়...

চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে আলাদাভাবে নজর কেড়েছেন মারুফা আক্তার। এই পেসারের পেস-সুইংয়ে দিশেহারা...

পরীক্ষা ছাড়া অ্যামেরিকায় সিটিজেনশিপ...

যদি ১৫ বছর থাকে লাস্ট ফাইভ ইয়ারসে যদি সিক্সমান্থ ওভারস্টে না করে থাকে...

জীবনের ঝুঁকি নিয়ে সাগর...

ইউরোপে অবৈধ পথে সামগ্রিক অভিবাসন ২২ শতাংশ কমলেও, মধ্য ভূমধ্যসাগরীয় রুট ব্যবহার করে...
Homeবিনোদনঢাকায় একক কনসার্টে আসছেন পাকিস্তানি গায়ক আলী আজমত

ঢাকায় একক কনসার্টে আসছেন পাকিস্তানি গায়ক আলী আজমত

পাকিস্তানের কিংবদন্তি ব্যান্ড জুনুনের প্রাক্তন সদস্য ও খ্যাতনামা সংগীতশিল্পী আলী আজমত আবারও আসছেন ঢাকায়। নিজের ফেসবুক পেজে শুক্রবার রাতে তিনি নিয়েই বিষয়টি নিশ্চিত করে একটি পোস্ট দেন। সঙ্গে জুড়ে দিয়েহেন একটি কনসার্টের ছবি। আলী আজমত ফেসবুক পোস্টে লেখেন, হ্যালো বাংলাদেশ। অবশেষে! আশা করি, তোমাদের সবার সঙ্গে দেখা হবে।

দীর্ঘ বিরতির পর এবার ঢাকায় একক কনসার্টে পারফর্ম করতে যাচ্ছেন এই জনপ্রিয় গায়ক। আয়োজনটির নাম ঠিক করা হয়েছে ‘আলী আজমত: দ্য ভয়েজ অব জুনুন লাইভ ইন ঢাকা’। তবে আয়োজক, ভেন্যু কিংবা নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

আলী আজমত ফেসবুক পোস্টে লেখেন, হ্যালো বাংলাদেশ। অবশেষে! আশা করি, তোমাদের সবার সঙ্গে দেখা হবে।

বাংলাদেশের মঞ্চ আলী আজমতের জন্য একেবারেই নতুন নয়। এর আগে দুবার তিনি বাংলাদেশের কনসার্টে অংশ নিয়েছেন তিনি। সর্বশেষ ২০১৯ সালে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট–এর মঞ্চ মাতিয়েছিলেন।

প্রসঙ্গত, ১৯৯১ থেকে ২০০৫ সাল পর্যন্ত আলী আজমত পাকিস্তানের জনপ্রিয় রক ব্যান্ড জুনুন–এর প্রধান কণ্ঠশিল্পী ছিলেন। এই সময়েই বিশ্বজুড়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন এবং ভক্তদের কাছে পরিচিত হন ‘দ্য ভয়েজ অব জুনুন’ নামে। ২০০৬ সালে ব্যান্ড ছেড়ে দিয়ে তিনি গড়ে তোলেন নিজের নতুন ব্যান্ড ‘সোশ্যাল সার্কাস’, পাশাপাশি একক সংগীতচর্চা চালিয়ে যাচ্ছেন নিয়মিত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments