বুধবার নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ইলিনয়সহ অন্যান্য ডেমোক্র্যাটিক স্টেইটের জন্য বরাদ্দকৃত তহবিলের বড় একটি অংশ স্থগিত করে ট্রাম্প প্রশাসন।
ফেডারেল শাটডাউনকে কেন্দ্র করে ডেমোক্র্যাট পার্টি শাসিত ১৬টি স্টেইটের মোট তহবিলের ২৬ বিলিয়ন ডলার স্থগিত করলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ইলিনয়সহ অন্যান্য ডেমোক্র্যাটিক স্টেইটের জন্য বরাদ্দকৃত তহবিলের বড় একটি অংশ স্থগিত করা হয়।
এর মধ্যে ডেমোক্রেট নেতাদের ঘাঁটি হিসেবে পরিচিত নিউ ইয়র্ক থেকে সবচেয়ে বেশি তহবিল স্থগিত করা হয়। স্টেইটের পরিবহন প্রকল্পের জন্য বরাদ্দকৃত ১৮ বিলিয়ন ডলার তহবিল স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন।
এছাড়া ক্যালিফোর্নিয়া, ইলনয় সহ অন্যান্য ডেমোক্রেটিক স্টেইটের ‘সবুজ জ্বালানি’ প্রকল্পের জন্য বরাদ্দকৃত ৮ বিলিয়ন ডলার তহবিল স্থগিত করা হয়েছে।
সংবাদমাধ্যমটির খবরে উল্লেখ করা হয়, ফেডারেল শাটডাউনের সুযোগ নিয়ে ট্রাম্প রাজনৈতিক প্রতিপক্ষকে ‘শিক্ষা’ দিতে এ পদক্ষেপ নিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।
এ প্রসঙ্গে হাউজ অব রিপ্রেজেন্টেটিভস-এর শীর্ষ ডেমক্র্যাট নেতা হাকিম জেফ্রিস বলেন, নিউ ইয়র্কে সাবওয়ে স্টেশন এবং হার্বার প্রজেক্টের জন্য বরাদ্দ তহবিল স্থগিত করার কারণে হাজার হাজার কর্মী চাকরি হারাবে।
নিউ ইয়র্কের সিনেটের আরেকজন শীর্ষ ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেন, ট্রাম্প রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে সাধারণ অ্যামেরিকানদের বিপদে ফেলছেন।
নতুন অর্থবছরের আগে রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক পার্টির মধ্যে মতের অমিল থাকায় সরকারি সংস্থাগুলোর জন্য তহবিল পাশ সম্ভব হয়নি। ফলে বুধবার থেকে সরকারের বিভিন্ন সংস্থাগুলোর কার্যক্রম বন্ধ অর্থাৎ ফেডারেল শাটডাউন শুরু হয়।
এ পরিস্থিতির জন্য একে অপরকে দুষছেন রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক নেতারা। বিরোধী ডেমোক্রেটিক পার্টিকে ট্রাম্প নানা হুঁশিয়ারিও দেন।
এ হুঁশিয়ারি যেন বাস্তবে রূপ নিল বিরোধী দল শাসিত স্টেইটের তহবিল, কার্যক্রম স্থগিত করে।