০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে নামিবিয়া এবং জিম্বাবুয়ে। আফ্রিকার আঞ্চলিক বাছাইয়ে ফাইনালে উঠে বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে দল দুটো।
বৃহস্পতিবার (২ অক্টোবর) আফ্রিকার আঞ্চলিক বাছাইয়ে সেমিফাইনালে তানজানিয়াকে হারিয়ে ফাইনালে ওঠে নামিবিয়া। ফলে টানা চতুর্থ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিশ্চিত করল দলটি। দ্বিতীয় সেমিফাইনালে কেনিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে আগের বিশ্বকাপে সুযোগ না পাওয়া জিম্বাবুয়ে।’
হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত বাছাইয়ের প্রথম সেমিফাইনালে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৭৪ রান করে নামিবিয়া। রান তাড়া করতে নামা তানজানিয়াকে ৮ উইকেটে ১১১ রানে আটকে দিয়ে ৬৩ রানের বড় জয় পায় নামিবিয়া।
অন্যদিকে, কেনিয়ার বিপক্ষে ৭ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। আগে ব্যাট করে কেনিয়ার দেয়া ১২২ রানের টার্গেট ৩০ বল হাতে রেখেই পৌঁছে যায় স্বাগতিকরা।
শনিবার হারারে স্পোর্টস ক্লাবে ফাইনালে মুখোমুখি হবে জিম্বাবুয়ে-নামিবিয়া।