সিরিয়ার মানবাধিকার বিষয়ক সংস্থা সিরীয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করেছে, রাশিয়ার রাজধানী মস্কোতে রাজনৈতিক আশ্রয়ে থাকা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে খাদ্যে বিষপ্রয়োগের মাধ্যমে হত্যার চেষ্টা করা হয়েছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, বিষক্রিয়ার লক্ষণ দেখা দিলে আসাদকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত এবং গত সোমবার চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এই হত্যাচেষ্টার মাধ্যমে রুশ সরকারকে বিব্রত করা এবং ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা প্রমাণের চেষ্টা করা হয়েছে বলেও সংস্থাটি দাবি করেছে।
আসাদ গত বছরের ডিসেম্বরে আহমেদ আল সারার নেতৃত্বাধীন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন। এরপর তিনি রাশিয়ার রাজধানী মস্কোতে পালিয়ে যান এবং সেখানে রাজনৈতিক আশ্রয় নেন। অভ্যুত্থানের পর ৮ ডিসেম্বর থেকে তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রত্যক্ষ নিরাপত্তা ব্যবস্থার অধীনে আছেন।
সংস্থাটি জানিয়েছে, আসাদ হাসপাতালে ভর্তি থাকাকালীন তার ভাই মাহের আসাদকে দেখা করার অনুমতি দেওয়া হয়েছিল। তবে, রাশিয়া সরকার এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। এর আগে গত সপ্তাহে একটি প্রতিবেদনে বলা হয়েছিল যে, গুরুতর অসুস্থ অবস্থায় আসাদকে হাসপাতালে নেওয়া হয়েছিল।
এর আগেও ‘জেনারেল এসভিআর’ নামে একটি অনলাইন অ্যাকাউন্ট থেকে বাশার আল-আসাদকে হত্যার উদ্দেশ্যে বিষপ্রয়োগ করা হয়েছে বলে দাবি করা হয়েছিল। এই অ্যাকাউন্টটি রাশিয়ার সাবেক এক উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তা পরিচালনা করেন বলে ধারণা করা হয়।
এদিকে, সিরিয়ার নতুন সরকার এরই মধ্যে মস্কোর কাছে আসাদকে ফেরত চেয়েছে, কিন্তু রাশিয়া সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে। ৬০ বছর বয়সী এই সাবেক প্রেসিডেন্টকে রাজনৈতিক আশ্রয় নেওয়ার পর থেকে আর প্রকাশ্যে দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি রুশ গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারির মধ্যে অবস্থান করছেন।