তদন্ত কর্মকর্তারা মনে করছেন, ছুরিকাঘাতের ঘটনাটি দুই ব্যক্তির মধ্যকার দ্বন্দ্বের কারণে ঘটেছে। এটি সহিংসতার কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।
ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন অ্যামেরিকার সাবেক ফুটবল তারকা ও ফক্স স্পোর্টসের ক্রীড়া বিশ্লেষক মার্ক সানচেজ।
লস অ্যাঞ্জেলেস টাইমস জানায়, শনিবার শুরুর সময়ে ইন্ডিয়ানাপোলিসে এ ঘটনা ঘটে। এর পরপরই সানচেজকে শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন এ ক্রীড়া ব্যক্তিত্বের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছে ফক্স স্পোর্টস।
সংবাদমাধ্যমটির এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা মেডিক্যাল টিমের কাছে কৃতজ্ঞ। আমাদের প্রার্থনা সবসময় সানচেজের সঙ্গে আছে। এ সময় সবাইকে সানচেজ ও তার পরিবারের গোপনীয়তা রক্ষার বিষয়ে সম্মান জানাতে অনুরোধ করছি।’
লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়, রবিবার অনুষ্ঠেয় লাস ভেগাস রাইডার্স ও ইন্ডিয়ানাপোলিস কল্টসের ম্যাচ উপলক্ষে ইন্ডিয়ানাপোলিসে যান সানচেজ। শনিবার রাত সাড়ে ১২টার দিকে তিনি একজনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে তাকে ছুরিকাঘাত করে জখম করা হয়।
এ ঘটনায় ইন্ডিয়ানাপোলিস মেট্রো পুলিশ ডিপার্টমেন্ট একটি বিবৃতিতে প্রকাশ করেছে।
ওই বিবৃতিতে বলা হয়, তদন্ত কর্মকর্তারা মনে করছেন, ছুরিকাঘাতের ঘটনাটি দুই ব্যক্তির মধ্যকার দ্বন্দ্বের কারণে ঘটেছে। এটি সহিংসতার কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।
৩৮ বছর বয়সী সাবেক ফুটবলার সানচেজ ন্যাশনাল ফুটবল লিগ-এনএফএলের হয়ে আটটি মৌসুম খেলেছেন। এ ছাড়াও নিউ ইয়র্ক জেটসের হয়ে খেলে পরপর দুইবার এএফসি চ্যাম্পিয়নশিপ ট্রফি অর্জনে অগ্রণী ভূমিকা রাখেন তিনি।
ফিলাডেলফিয়া ইগলস, ডালাস কাউবয়েজ ও ওয়াশিংটন টিমের হয়েও খেলেছেন সানচেজ।