যুক্তরাষ্ট্রের ডালাসে ভারতের এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের নাম চন্দ্রশেখর পোল (২৭)। অজ্ঞাত এক বন্দুকধারীর গুলিতে তিনি প্রাণ হারান।
চন্দ্রশেখর হায়দরাবাদের বাসিন্দা। তিনি ২০২৩ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। হায়দরাবাদে ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি সম্পন্ন করার পর সেখানে মাস্টার্স ডিগ্রি শেষ করেন ছয় মাস আগে। পূর্ণকালীন চাকরি খুঁজতে খুঁজতে তিনি পার্টটাইম কাজ করছিলেন একটি গ্যাস স্টেশনে। সেখানেই ঘটে হত্যাকাণ্ড।
নিহতের পরিবার ভারতের সরকারের কাছে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার আবেদন জানিয়েছে।
শনিবার (৪ অক্টোবর) হায়দরাবাদে চন্দ্রশেখরের পরিবারের সঙ্গে দেখা করেছেন সাবেক মন্ত্রী টি হরিশ রাও। ঘটনাটিকে ‘বেদনাদায়ক’ বলে উল্লেখ করে তারা সরকারের কাছে মরদেহ ফিরিয়ে আনার তাৎক্ষণিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
টি হরিশ রাও অনলাইনে দেওয়া শোকবার্তায় লিখেছেন, ‘যে ছেলেকে বাবা–মা ভেবেছিলেন অনেক দূর এগোবে, সেই ছেলেকে এভাবে হারানো অসহনীয় কষ্ট। পরিবারকে গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা বিএআরএসের পক্ষ থেকে দাবি জানাচ্ছি, যেন সরকার দ্রুত উদ্যোগ নিয়ে চন্দ্রশেখরের মরদেহ তার জন্মভূমিতে ফিরিয়ে আনে।