শকুনের বাসায় ৬৭৫ বছরের...

সম্প্রতি ‘ইকোলজি’ জার্নালে প্রকাশিত এক গবেষণায় তারা এক চমকপ্রদ তথ্য আবিষ্কারের কথা জানান। আপনার...

নিউ ইয়র্কে ১১ বছরের...

গ্রেপ্তার কিশোরের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে বলে শুক্রবার জানিয়েছে আইউইটনেস নিউজ। নিউ ইয়র্কের...

শাপলা প্রতীক ইস্যুতে বিএনপিকে...

ভোটের লড়াইয়ে কেউ শাপলা প্রতীক চাইতেই পারে। কিন্তু সেই ইস্যুতে বিএনপি বা ধানের...

পরকীয়া মজেছেন আবু ত্বহা...

আলোচিত-সমালোচিত ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনানকে নিয়ে তার স্ত্রী সাবিকুন নাহার সারা...
Homeসারাদেশচট্টগ্রামে ৩০ বছর ধরে এক পরিবারের কাছে জিম্মি শতাধিক পরিবার

চট্টগ্রামে ৩০ বছর ধরে এক পরিবারের কাছে জিম্মি শতাধিক পরিবার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ড জলদাশ পাড়ার শতাধিক পরিবারের চলাচলের রাস্তা দীর্ঘ ৩০ বছর ধরে বন্ধ করে রেখেছে সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলের পরিবার।

এতে সাধারণের চলাচলের বিঘ্ন ঘটা সহ সম্পুর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়েছে শতাধিক হতদরিদ্র পরিবার। পাড়াবাসির চলাচলের একমাত্র পথটি এখন বন্ধ থাকায় তারা পড়েছেন চরম বিপাকে। চলাচলের রাস্তা বন্ধের প্রতিবাদে মানববন্ধ,বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসি।

৬ অক্টোবর (সোমবার) বেলা ১১টায় উপজেলার বটতলী মোটর স্টেশন এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়েছে।এতে প্রায় ৩শত পাড়াবাসি উপস্হিত ছিলেন মানববন্ধন শেষে সাংবাদিক খলিল উল্লাহ চৌধুরীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক মুসলিম হোসাইন। এলাকাবাসির পক্ষে বক্তব্য রাখেন, হরিরঞ্জন দাশ ও পারুল দাশ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন দীর্ঘ ৩০বছর ধরে সাবেক এমপি আবু রেজা নদভীর প্রভাব খাটিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম জিয়াউল হক চৌধুরী বাবুল জলদাশপাড়াবাসি ১০০ পরিবারের চলাচলের সরকারি খাস জায়গার উপর রাস্তায় দেওয়াল নির্মান করে রাস্তা বন্ধ করে দেন। পরবর্তীতে তার উত্তরসূরী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলায় দায়ের করা মামলার এজাহারভূক্ত আসামী যুবরাজ এলাকাবাসিকে প্রাণনাশের হুমকি দেন, তাদের জিম্মি করে চলাচলের রাস্তা আর খুলতে দেননি তিনি। যার কারণে শতাধিক পরিবার খুব কষ্টে চলাচল করেছে। অচিরেই এ রাস্তা খুলে দেয়া না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি ও দেন তারা।

সমাবেশ শেষে এলাকাবাসি এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, চলাচলের রাস্তা বন্ধ করে দেয়া জঘন্য অপরাধ। স্মারকলিপি গ্রহণ শেষে সরেজমিনে ঘটনাস্হল পরিদর্শন করেছি। দ্রুততম সময়ের মধ্যে এটি সমাধান করবেন বলে ও জানান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments