গ্রেপ্তার কিশোরের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে বলে শুক্রবার জানিয়েছে আইউইটনেস নিউজ।
নিউ ইয়র্কের নিউবার্গে বৃহস্পতিবার সকালে ১১ বছরের এক বালক হত্যার ঘটনায় ১৩ বছরের কিশোরকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তার কিশোরের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে বলে শুক্রবার জানিয়েছে আইউইটনেস নিউজ।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, শুরুর দিকে খেলার ছলে বন্দুকের গুলিতে ১১ বছরের ছেলেটি নিহত হয় বলে খবর প্রকাশ হয়, কিন্তু কর্মকর্তারা শুক্রবার জানান, ১৩ বছরের এক বন্ধু হত্যা করে ছেলেটিকে।
পুলিশের ভাষ্য, তদন্ত শুরুর পর একটি বন্দুক উদ্ধারের পাশাপাশি ঘটনায় জড়িত সন্দেহে তিন কিশোরকে শনাক্ত করে বাহিনীটি।
ম্যাথু নামের ১৩ বছরের কিশোরের বিরুদ্ধে পরিকল্পনাহীন ইচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হয়েছে।
কোন পরিস্থিতিতে কিশোর তার বন্ধুকে গুলি করেছে, তা পরিষ্কার নয়।
স্থানীয়দের শোক
১১ বছরের ছেলেটির মৃত্যুর ঘটনায় শোকসভায় অংশ নিয়েছেন তার প্রতিবেশী ও আগন্তুকরা। যে বাড়িতে বালকটি নিহত হয়, তার বাইরে মোমবাতি জ্বালিয়ে শোক প্রকাশ করেন তারা।
নিউবার্গের বাসিন্দা ট্যামি হলিন্স বলেন, ‘আমি মর্মাহত। আমার কমিউনিটি মর্মাহত। আমার শিশুদের নিয়ে কথা বলছি।’
অরেঞ্জ কাউন্টির একটি এলাকা নিউবার্গ।