১৫ পাকিস্তানি সেনাকে হত্যার...

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে ১৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে আফগান...

ট্রাম্পকে আহ্বান জেলেনস্কির ‘গাজার...

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন ইউক্রেন যুদ্ধের অবসান...

নির্বাচনে কত সেনা মোতায়েন...

মাঠে এখন যে পরিমাণ সেনা সদস্য মোতায়েন আছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এর...

শকুনের বাসায় ৬৭৫ বছরের...

সম্প্রতি ‘ইকোলজি’ জার্নালে প্রকাশিত এক গবেষণায় তারা এক চমকপ্রদ তথ্য আবিষ্কারের কথা জানান। আপনার...
Homeআন্তর্জাতিকপারমাণবিক কর্মসূচি চলবে, তবে যৌক্তিক প্রস্তাব বিবেচনা করবে ইরান: আরাঘচি

পারমাণবিক কর্মসূচি চলবে, তবে যৌক্তিক প্রস্তাব বিবেচনা করবে ইরান: আরাঘচি

পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে যৌক্তিক কোনো প্রস্তাব পেলে বিবেচনা করবে ইরান। এমনটাই জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

শনিবার (১১ অক্টোবর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।

আরাঘচি বলেন, আমরা পারমাণবিক কর্মসূচি বন্ধ করবো না। আমাদের পারমাণবিক কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে। তবে যদি আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে আলোচনার জন্য যুক্তিসংগত, ভারসাম্যপূর্ণ এবং ন্যায্য প্রস্তাব পাই, তাহলে অবশ্যই তা বিবেচনা করব। তবে আমাদের আলোচনা কেবল পারমাণবিক ইস্যুতেই হতে হবে।

তিনি আরও বলেন, ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের অবস্থান শুরু থেকেই সম্পূর্ণ স্পষ্ট। আমাদের আদর্শের সামঞ্জস্যপূর্ণ নয় এমন কিছু আমরা কখনও করবো না।

ট্রাম্প প্রস্তাবিত গাজা শান্তি চুক্তির বিষয়ে বলেন, আমরা শুরু থেকেই গাজাকে সমর্থন করেছি। ইহুদিদের আমরা বিশ্বাস করি না। আমরা এই বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা দিয়েছি এবং তা অব্যাহত রাখব। ইসরাইল অতীতেও বিভিন্ন চুক্তি ও আগ্রাসন বিরতির শর্ত ভঙ্গ করেছে। জায়োনিস্ট শাসন সবসময়ই ধোঁকা ও প্রতারণার আশ্রয় নিয়ে থাকে। এ সময়, তিনি লেবাননের সাথে হওয়া ইসরাইলের আগ্রাসন বিরোধী চুক্তি লঙ্ঘনের কথা উল্লেখ করেন।

অপরদিকে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সঙ্গে পরমাণু আলোচনা পুনরায় শুরু করার কোনো কারণ দেখতে পাচ্ছে না ইরান বলে মন্তব্য করেন তিনি। সেইসাথে, এই ধরনের আলোচনার ফলাফল সম্পর্কেও সন্দেহ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments