বাধা দেওয়া সেই ব্যক্তির পেটে ছুরি বসিয়ে দেয় মোবাইল চুরি করা ব্যক্তি।
নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে শনিবার শুরুর সময়ে চুরি বন্ধের চেষ্টার সময় ছুরিকাঘাতে আহত হয়েছেন এক ব্যক্তি।
আইউইটনেস নিউজ জানায়, রাত একটার দিকে ফিফটি এইটথ স্ট্রিট ও নাইনথ অ্যাভিনিউতে এক নারীর মোবাইলফোন চুরি করছিলেন এক ব্যক্তি। সেটি ঠেকানোর চেষ্টা করেন ৩৯ বছর বয়সী ব্যক্তি।
বাধা দেওয়া সেই ব্যক্তির পেটে ছুরি বসিয়ে দেয় মোবাইল চুরি করা ব্যক্তি।
হামলায় আহত ব্যক্তির বর্তমান অবস্থা স্থিতিশীল।
যে নারীর মোবাইল চুরি করা হয়েছে, তিনি আহত হননি।
ফোন নিয়ে পালিয়েছেন মোবাইল চোর