গাজা শান্তি সম্মেলনে ইতালির...

মিসরের শারম এল-শেইখে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনে ইসরাইল-হামাস সংঘাত নিরসনে অগ্রগতি অর্জনের পর...

আজকের স্বর্ণের দাম: ১৪...

দেশের বাজারের আবারও বেড়েছে স্বর্ণের দাম। এতে সর্বোচ্চ দামের নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে।...

এমপিওভুক্ত শিক্ষকদের ‘মার্চ টু...

বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে মার্চ টু সচিবালয় কর্মসূচি শুরু করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের...

বিকাশ-নগদ-রকেটে লেনদেনের নতুন উপায়,...

বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ওয়ালেটে এখন লেনদেনে খরচ...
Homeআমেরিকার সংবাদনেতানিয়াহুকে ক্ষমা করে দিতে ইসরায়েল প্রেসিডেন্টের প্রতি ট্রাম্পের আহ্বান

নেতানিয়াহুকে ক্ষমা করে দিতে ইসরায়েল প্রেসিডেন্টের প্রতি ট্রাম্পের আহ্বান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের প্রতি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

১৩ অক্টোবর (সোমবার) জেরুজালেমে ইসরায়েলি পার্লামেন্টে (নেসেট) দেওয়া ভাষণে ট্রাম্প এই আহ্বান জানান। নেতানিয়াহুর বিরুদ্ধে বর্তমানে ইসরায়েলে দুর্নীতির অভিযোগে বিচার কার্যক্রম চলছে। ইসরায়েলের প্রেসিডেন্টের পদটি মূলত আনুষ্ঠানিক হলেও, বিশেষ পরিস্থিতি দেখা দিলে অপরাধীকে ক্ষমা করে দেওয়ার ক্ষমতা তার রয়েছে।

ট্রাম্প ইসরায়েলের পার্লামেন্টে ঘণ্টাখানেকের বেশি সময় ভাষণ দেন। ভাষণে ইসরায়েলের প্রেসিডেন্টের উদ্দেশে তিনি সরাসরি প্রশ্ন করেন, ‘আমার একটা ভাবনা আছে। প্রেসিডেন্ট, আপনি কেন তাকে (নেতানিয়াহু) ক্ষমা করে দিচ্ছেন না? সিগার আর শ্যাম্পেইন—এসব নিয়ে কারও কি এত মাথাব্যথা আছে?’

নেতানিয়াহুর বিরুদ্ধে জালিয়াতি, ঘুষ ও বিশ্বাসভঙ্গের অভিযোগের বিষয়ে ট্রাম্প এই মন্তব্য করেন। ২০১৯ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে যে তিনটি মামলা করা হয়েছিল, তার মধ্যে একটি ছিল একজন ব্যবসায়ীর কাছ থেকে ২ লাখ ১০ হাজার ডলার, সিগারেট, শ্যাম্পেইন উপহার নেওয়ার অভিযোগ। যদিও নেতানিয়াহু বরাবরই তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে এসেছেন।

নেতানিয়াহুর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া ২০২০ সালে শুরু হয়েছে, তবে এখনো মামলাগুলোর রায় হয়নি। গাজায় দুই বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলের যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতিতে এই বিচারপ্রক্রিয়া বারবার ব্যাহত হয়েছে।

এর আগে গত জুনেও ট্রাম্প একবার নেতানিয়াহুর বিরুদ্ধে চলা বিচারপ্রক্রিয়া বাতিল করার আহ্বান জানিয়েছিলেন। নেতানিয়াহু নিজে এই বিচারপ্রক্রিয়াকে একজন নির্বাচিত দক্ষিণপন্থী নেতাকে উৎখাতের লক্ষ্যে বামপন্থীদের ‘রাজনৈতিক হয়রানির’ ঘটনা বলে আখ্যায়িত করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments