শাস্তি পেলেন বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের...

সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশে সহায়তা করেছিলেন আফগানিস্তানের ওপেনার ইব্রাহিম...

গাজার হামাসের হাতে আরও...

দখলদার ইসরায়েল বুধবার আরও ৪৫ ফিলিস্তিনির মরদেহ গাজায় হস্তান্তর করেছে। এতে মোট মরদেহের...

চাকসুর ৮ কেন্দ্রের ফলে...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৮টি কেন্দ্রের ফল প্রকাশ...

জোট যাদের নিয়ে হোক,...

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জোট যাদের নিয়েই হোক পটুয়াখালী-৩ আসনে...
Homeআন্তর্জাতিকআরও চার জিম্মির মরদেহ ইসরাইলকে ফেরত দিলো হামাস

আরও চার জিম্মির মরদেহ ইসরাইলকে ফেরত দিলো হামাস

গাজায় আটক জিম্মিদের হস্তান্তরের প্রক্রিয়ার অংশ হিসেবে ইসরাইলি কর্তৃপক্ষের কাছে চারজনের মরদেহ ফেরত দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। ১৪ অক্টোবর (মঙ্গলবার) মধ্যরাতে (স্থানীয় সময়) রেডক্রসের মাধ্যমে চার জিম্মির কফিন ইসরাইলি সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ তথ্য নিশ্চিত করেছে।

সোমবার হামাস কর্তৃক ফেরত দেয়া প্রথম চারজন নিহত জিম্মিকে ইসরাইল শনাক্ত করেছে, যাদের মধ্যে ড্যানিয়েল পেরেটজ (২২), ইয়োসি শারাবি (৫৩), গাই ইলুজ (২৬) এবং বিপিন জোশি (২৩) ও একজন নেপালি নাগরিক।

এর আগে ইসরাইলের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়, হামাস ২৮ জন নিহত জিম্মির মরদেহ ফেরত না দেওয়া পর্যন্ত গাজায় ত্রাণ সরবরাহ সীমিত করা হবে। গত সোমবার ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীটি ২০ জন জীবিত জিম্মি ও চার জিম্মির মরদেহ ফেরত দেয়। রেড ক্রস এক বিবৃতিতে জানায়, ইসরাইলে আটক ৪৫ ফিলিস্তিনির মরদেহ মঙ্গলবার গাজায় ফিরিয়ে দেয়া হয়েছে।

গাজায় চলা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’র প্রথম ধাপ কার্যকর করার বিষয়টি ইসরাইল ও হামাস—দুই পক্ষ মেনে নিয়েছে। এর অংশ হিসেবে গত সোমবার দুপুরের মধ্যে গাজায় থাকা অবশিষ্ট ৪৮ জন (জীবিত ও মৃত) ইসরায়েলি জিম্মির সবাইকে হস্তান্তর করার কথা ছিল।

ইসরাইলের কর্মকর্তারা জানিয়েছেন, হামাসের পক্ষ থেকে জিম্মিদের মরদেহ ফেরত দিতে (নির্ধারিত সময়ের মধ্যে) ব্যর্থ হওয়ায় তারা উপত্যকাটিতে মানবিক সহায়তা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছেন। সেই সঙ্গে মিসরের সঙ্গে রাফা সীমান্ত ক্রসিং খুলে দেয়ার পরিকল্পনাও পেছানোর সিদ্ধান্ত হয়েছে।

অন্যদিকে হামাস বলছে, যুদ্ধবিধ্বস্ত গাজায় জিম্মিদের মরদেহ খুঁজে পেতে তাদের অসুবিধায় পড়তে হচ্ছে। এরই মধ্যে জীবিত সব জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। তবে এখনও হস্তান্তর না হওয়া ২০ জিম্মির দেহাবশেষ নিয়ে হামাস ও ইসরাইলি সরকারের ওপর চাপ বাড়ছে। সূত্র: বিবিসি, টাইমস অব ইসরাইল

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments