চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১ নম্বর গেটে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কাজী তারেক আজিজ আহত হয়েছেন।
বুধবার (১৫ অক্টোবর) রাত ৮টার পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেয় ১ নম্বর গেট এলাকায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে সংঘর্ষের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে মাথায় আঘাত পান এএসপি কাজী তারেক আজিজ। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি চট্টগ্রাম জেলার এক অতিরিক্ত পুলিশ সুপার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
রাত ৯টার পর থেকে গেট এলাকা ও আশপাশে টানটান উত্তেজনা বিরাজ করছে। উভয়পক্ষ গেটের দুই পাশে অবস্থান নেয়, আর বিভিন্ন কেন্দ্রের ফলাফল ঘোষণার সময় বিজয়ী পক্ষ উল্লাস প্রকাশ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, র্যাবের পাশাপাশি বিজিবিও মোতায়েন করা হয়েছে।
ছাত্রদল চবি শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান অভিযোগ করে বলেন, বহিরাগত শিবির কর্মীরা এসে উসকানিমূলক আচরণ করছে।
অন্যদিকে শিবির সমর্থিত জোটের ভিপি প্রার্থী ইব্রাহীম হোসেন রনি বলেন, ছাত্রদল এসে স্লোগান দিয়ে উসকানি দিচ্ছে। আমরা সংঘর্ষ চাই না।