মাদারীপুরে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা জরিমানা করার নির্দেশ দেয়া হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র জেলা ও দায়রা জজ শরীফ কে এম রেজা জাকের এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন জেলার ডাসার থানার মধ্যধুলগ্রাম এলাকার মোহাম্মদ আলী মাতুব্বরের ছেলে জাহিদুল মাতুব্বর (২৬)। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ৩ আগস্ট বিকেলে জাহিদুল মাতুব্বর তার বাড়ির পাশে একা থাকা ১১ বছরের এক শিশুকে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগীর বাবা দেলোয়ার খান বাদী হয়ে ডাসার থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম শেখ ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
রায়ে বিচারক জরিমানার অর্থ পরিশোধ না করলে দণ্ডপ্রাপ্তের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থ আদায়ের নির্দেশ দেন মাদারীপুর জেলা প্রশাসককে।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শরীফ মো. সাইফুল কবীর বলেন, এই রায়ে আমরা সন্তুষ্ট। ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। দ্রুত আসামিকে গ্রেপ্তারের দাবি জানাই।
অন্যদিকে মামলার বাদী দেলোয়ার খান বলেন, আমি ন্যায়বিচার পেয়েছি। এখন চাই আসামিকে দ্রুত খুঁজে বের করে শাস্তি কার্যকর করা হোক।