এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে আজ এক গুরুত্বপূর্ণ ম্যাচে সামোয়াকে হারিয়ে ২০২৬ টি টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কাটার পথে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) টিকে থাকলেও, টিকিট নিশ্চিত করেছে নেপাল ও ওমান।
বুধবার (১৫ অক্টোবর) আল আমেরাতে অনুষ্ঠিত ম্যাচে সামোয়াকে ৭৭ রানে হারায় ইউএই। এই জয়ের ফলে সুপার সিক্স পর্বে পয়েন্ট টেবিলে বড়সড় পরিবর্তন আসে। তিন ম্যাচ শেষে ওমান ও নেপালের পয়েন্ট দাঁড়ায় ৬ করে, অর্থাৎ তারা টেবিলের শীর্ষে। ইউএইয়ের চার ম্যাচে পয়েন্ট ৪। জাপান ও কাতারের পয়েন্ট ২ করে, আর কাতার ইতোমধ্যেই ছিটকে গেছে বাছাই থেকে।
এ পর্যায়ে প্রতিটি দল মোট পাঁচটি করে ম্যাচ খেলবে। নেপাল, ওমান ও জাপানের হাতে এখনো দুটি করে ম্যাচ বাকি, আরব আমিরাত ও কাতারের বাকি একটি করে। ইউএইয়ের শেষ ম্যাচ জাপানের বিপক্ষে, যেটি এখন হয়ে উঠেছে বাছাইপর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ।
যদি আরব আমিরাত জয় পায় তাহলে তারাই পাবে ৬ পয়েন্ট এবং ২০তম দল হিসেবে নিশ্চিত করবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট। তবে যদি জাপান জয় পায়, তাহলে শেষ টিকিটের ভাগ্য নির্ধারিত হবে ১৭ অক্টোবর, সেদিন নিজেদের শেষ ম্যাচে জাপান মুখোমুখি হবে ওমানের। জাপান যদি ওমানকে হারাতে পারে, তাহলে বিশ্বকাপে যাবে জাপান হারলে যাবে আরব আমিরাত।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ: টিকিট কাটলো যারা
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়, ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ৮ মার্চ পর্যন্ত। ২০ দলের এই আসরে এখন পর্যন্ত জায়গা করে নেয়া দলগুলো হলো-
স্বাগতিক দেশ: ভারত, শ্রীলঙ্কা
২০২৪ বিশ্বকাপের সেরা ৭ দল: বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ।
আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে: আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান।
আঞ্চলিক বাছাইপর্ব থেকে-
আমেরিকা অঞ্চল: কানাডা।
ইউরোপ অঞ্চল: ইতালি, নেদারল্যান্ডস।
আফ্রিকা অঞ্চল: নামিবিয়া, জিম্বাবুয়ে।
এশিয়া প্যাসিফিক অঞ্চল: নেপাল, ওমান।
বাকি ১ দল: নির্ধারিত হবে আরব আমিরাত ও জাপানের মধ্যে।