মোদির রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস...

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক ক্যারিয়ার...

পাকিস্তান–আফগানিস্তান উত্তেজনা নিরসনে মধ্যস্থতায়...

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে...

পেসার মারুফা আক্তার এইচএসসি...

২০২৫ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার ৯টি সাধারণ...

আরও দুই ইসরাইলি জিম্মির...

আরও দুই ইসরাইলি জিম্মির মৃতদেহ ফেরত দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। ডিএনএ পরীক্ষার...
Homeজাতীয়সদর হাসপাতালের প্রেসক্রিপশনে সাপোজিটরি খাওয়ার নির্দেশ, ফেসবুকে ভাইরাল

সদর হাসপাতালের প্রেসক্রিপশনে সাপোজিটরি খাওয়ার নির্দেশ, ফেসবুকে ভাইরাল

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের এক প্রেসক্রিপশনে সাপোজিটরি খাওয়ার নির্দেশনা দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘটনাটি ভাইরাল হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) ওই প্রেসক্রিপশনটির ছবি দিয়ে এক ব্যক্তির সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে বিষয়টি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। পরে বিষয়টি নিয়ে ব্যপক আলোচনা সমালোচনা হয়।

জানা গেছে, ফয়সাল শেখ নামের এক ব্যক্তি বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১টা ১৮ মিনিটে তার নিজ ফেসবুক প্রোফাইলে ও ‘উই আর রাজবাড়ীয়ানস’ নামের একটি ফেসবুক গ্রুপে প্রেসক্রিপশনটির ছবি পোস্ট করেন। ফেসবুক পোস্টে ফয়সাল শেখ লিখেন- ‘১৩ তারিখ রাতের ঘটনা- রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে খালাতো ভাইকে নিয়ে গিয়েছিলাম ডাক্তার দেখানোর জন্য। ৪ দিন ধরে জ্বর।

জ্বর বেশি হলে ডাক্তার সাপোজিটরি খাওয়ার পরামর্শ দিলেন। কিন্তু আগে কখনো সাপোজিটরি খাওয়া হয় নাই, তাই জানি না এটা কীভাবে খেতে হয়। কারো যদি পূর্বে সাপোজিটরি খাওয়ার অভিজ্ঞতা থাকে শেয়ার করবেন। (বিঃদ্রঃ প্রেসক্রিপশন করেছেন ডাক্তারের সহকারী, নিচে সিগনেচার ডাক্তারের)’

ভাইরাল এই প্রেসক্রিপশন নিয়ে নানা মন্তব্য করছেন নেটিজেনেরা। এ বিষয়ে সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স রওশন আরা বলেন, হাসপাতালে ডাক্তার সংকট, যখন রোগীর চাপ বাড়ে তখন ডাক্তার একা সামাল দিতে পারেন না। অনেক সময় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা ইন্টার্ন করছেন তারা প্রেসক্রিপশন করেন। ডাক্তার সেটা দেখে প্রেসক্রিপশনে সই দিয়ে দেন। রোগীর ভিড়ে অনেক সময় ভুল হতে পারে।

হাসপাতালের তত্বাবধায়ক ডা. শেখ মো. আব্দুল হান্নান বলেন, সাপোজিটরি সাধারণত পায়ু পথে নিতে হয়। এটা কোনোভাবেই খাবার জন্য নয়। হয়তো ভুলবশত হয়েছে এমনটা। ম্যাটসের শিক্ষার্থীরা প্রশিক্ষণ নেয় কিন্তু প্রেসক্রিপশন করার এখতেয়ার তাদের নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments