ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ বন্ধে ‘বাধ্য’ করতে হবে। সেই সাথে, আন্তর্জাতিকভাবে ‘চাপ’ দেয়া জরুরি। তিনি জানিয়েছেন, ইউক্রেন শান্তি চায় এবং সব পক্ষকে আলোচনায় বসে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছেন।
বুধবার রাতে দেয়া এক বক্তব্যে জেলেনস্কি বলেন, ‘আমরা শান্তি চাই, কিন্তু পুতিনকে যুদ্ধ থামাতে বাধ্য করতে হবে। এজন্য তাকে চাপ দেওয়া প্রয়োজন।’
তিনি আরও জানান, ইউক্রেন যেকোনো ফরম্যাটে আলোচনা করতে প্রস্তুত এবং শান্তি প্রতিষ্ঠায় সব পক্ষের অংশগ্রহণ অপরিহার্য। জেলেনস্কির এই আহ্বান এমন এক সময় এসেছে, যখন রাশিয়া–ইউক্রেন যুদ্ধ দুই বছরেরও বেশি সময় ধরে চলছে এবং উভয় পক্ষেই প্রাণহানি ও ধ্বংসের মাত্রা বাড়ছে। আন্তর্জাতিক মহল যুদ্ধবিরতি ও আলোচনার আহ্বান জানালেও, এখনো স্থায়ী সমাধানের কোনো ইঙ্গিত মেলেনি।