November 6, 2025, 11:13 pm
Title :
পাখির খাদ্যের আড়ালে পাকিস্তান থেকে এল আমদানি নিষিদ্ধ পপি বীজ ট্রাম্প প্রশাসনের কঠোর পদক্ষেপ, ১০ মাসে ৮০ হাজার ভিসা বাতিল দেশে পাঁচ দিনে প্রবাসীরা পাঠালেন ৭১২৪ কোটি টাকা কয়েকটি দল দেশে অসৎ উদ্দেশ্যে গোলযোগ সৃষ্টির পাঁয়তারা করছে : মির্জা ফখরুল পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত কাজের চাপ এড়াতে ১০ রোগীকে মেরে ফেললেন নার্স পিআর হলে দেশে সরকার গঠন করা সম্ভব হবে না : খন্দকার মোশাররফ আগের সব রেকর্ড ভেঙে অ্যামেরিকানদের গৃহঋনের পরিমাণ এখন সর্বোচ্চ দাবি না মানলে ১১ নভেম্বর ঢাকার চিত্র ভিন্ন হবে : গোলাম পরওয়ার বাংলাদেশ সোসাইটির ৫০ বছরপূর্তি উৎসব আভিজাত্যের মোড়কে ‘অগোছালো’ আয়োজন

চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার

Reporter Name
  • Update Time : Saturday, November 1, 2025
  • 19 Time View

চলতি বছরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর প্রায় ৩ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) এক ব্রিফিংয়ে এই তথ্য জানান ডিএমপির ডিসি (মিডিয়া) তালেবুর রহমান।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনাগুলো গণগ্রেফতার নয়। পলাতক নেতাদের অর্থায়নে ঢাকায় মিছিল করার চেষ্টা করছে তারা। কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় দলটির নেতাকর্মীদের মিছিল-মিটিংয়ের সুযোগ নেই।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, আজ শুক্রবার ভোর থেকে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়েছে। এ সময় ঝটিকা মিছিলের চেষ্টাকালে ৪৬ জনকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে ১৮ জনকে শেরে বাংলা নগর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ঢাকার রাজপথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আনাগোনা বেড়েছে। এ সময় ঝটিকা মিছিল থেকে ককটেল ফাটিয়ে আতঙ্ক তৈরির ঘটনাও ঘটেছে। এই তিন হাজার নেতাকর্মীর মধ্যে বেশিরভাগই ঝটিকা মিছিল করতে গিয়ে গ্রেফতার হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com