November 6, 2025, 11:13 pm
Title :
পাখির খাদ্যের আড়ালে পাকিস্তান থেকে এল আমদানি নিষিদ্ধ পপি বীজ ট্রাম্প প্রশাসনের কঠোর পদক্ষেপ, ১০ মাসে ৮০ হাজার ভিসা বাতিল দেশে পাঁচ দিনে প্রবাসীরা পাঠালেন ৭১২৪ কোটি টাকা কয়েকটি দল দেশে অসৎ উদ্দেশ্যে গোলযোগ সৃষ্টির পাঁয়তারা করছে : মির্জা ফখরুল পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত কাজের চাপ এড়াতে ১০ রোগীকে মেরে ফেললেন নার্স পিআর হলে দেশে সরকার গঠন করা সম্ভব হবে না : খন্দকার মোশাররফ আগের সব রেকর্ড ভেঙে অ্যামেরিকানদের গৃহঋনের পরিমাণ এখন সর্বোচ্চ দাবি না মানলে ১১ নভেম্বর ঢাকার চিত্র ভিন্ন হবে : গোলাম পরওয়ার বাংলাদেশ সোসাইটির ৫০ বছরপূর্তি উৎসব আভিজাত্যের মোড়কে ‘অগোছালো’ আয়োজন

বিমানবন্দরে যাত্রীর পাকস্থলীতে মিলল ৬৩৭৮ ইয়াবা

Reporter Name
  • Update Time : Saturday, November 1, 2025
  • 15 Time View

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকস্থলীতে ইয়াবা বহনকালে ছয় হাজার ৩৭৮ পিস ইয়াবাসহ মো. পান্নু হাওলাদার নামে এক যুবককে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

শনিবার (১ নভেম্বর) রাতে ঢাকা মেট্রোপলিটন এলাকার বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই যাত্রীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

পান্নু হাওলাদার (৩০) বরগুনার আমতলী উপজেলার বাসিন্দা।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়, অভিযুক্ত পান্নু হাওলাদারকে ইউএস বাংলা এয়ারলাইন্সের অভ্যন্তরীণ বিএস- ১৪২ ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পরিবহনকালে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর অভ্যন্তরীণ টার্মিনালের আগমনী গেইটের সামনের রাস্তা থেকে আটক করা হয়।

তাকে এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে নিয়ে আসা হলে তিনি পাকস্থলীতে সুকৌশলে ইয়াবা পরিবহন করছে বলে নিশ্চিত করেন। এয়ারপোর্টে চিকিৎসকের শরণাপন্ন হলে এক্সরে পরীক্ষায় তার পেটে প্রচুর পরিমাণে ডিম্বাকৃতির বস্তুর সন্ধান মেলে। পরবর্তীতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিলে চিকিৎসকের তত্ত্বাবধানে পরিবহনকারীর পায়ুপথ দিয়ে স্কচটেপ মোড়ানো অবস্থায় ১৩৬ পোটলা ইয়াবা বের করা হয়। এগুলো খুলে মোট ৬৩৭৮ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

পান্নু হাওলাদার দীর্ঘদিন ধরে মাদক বিক্রয় ও পরিবহনের সঙ্গে যুক্ত বলে জানা যায়।

এ ব্যাপারে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, পাকস্থলীতে এত বিপুল পরিমাণ মাদক পরিবহন সত্যিই অবাক করার মতো ঘটনা। আমরা বিমানবন্দর ঘিরে মাদক চোরাচালানসহ যেকোনো অবৈধ কার্যক্রমরোধে সচেষ্ট আছি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে যেকোনো অপরাধ প্রতিরোধে আমরা নিয়মিত ভিত্তিতে অভিযান পরিচালনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com