খালেদা জিয়ার আসনে প্রার্থী...

আসন্ন এয়োদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনী...

অনিল আম্বানির সম্পদ বাজেয়াপ্ত

অর্থপাচারের অভিযোগ তদন্তের অংশ হিসেবে ভারতের শিল্পপতি অনিল আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স গ্রুপের ৩৫.৮৭...

মামদানির স্বস্তি রেকর্ড তরুণ...

সর্বকালের সব রেকর্ড ভেঙেছে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের আগাম ভোটে এবার ভোটারদের...

আন্দালিব রহমান পার্থর সঙ্গে...

বিতর্কিত ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামেই বেশি পরিচিত।...
Homeআন্তর্জাতিকফিফপ্রোর বর্ষসেরা একাদশ ঘোষণা, জায়গা পেলেন কারা?

ফিফপ্রোর বর্ষসেরা একাদশ ঘোষণা, জায়গা পেলেন কারা?

ফুটবল বিশ্বে সময়টা যে পাল্টে যাচ্ছে, তার সবচেয়ে জোরালো প্রমাণ হয়তো এটাই—প্রায় দুই দশক পর ফিফপ্রো বর্ষসেরা দলে নেই লিওনেল মেসির নাম। এবার সেই জায়গায় এখন দখল করে নিয়েছেন নতুন প্রজন্মের উজ্জ্বল নক্ষত্ররা—উসমান দেম্বেলে, লামিন ইয়ামাল কিংবা কোল পালমার। এক যুগ ধরে ফুটবলে আধিপত্য দেখানো নামগুলোকে ছাপিয়ে একদল তরুণ এবার ঘোষণা দিলেন, যুগান্তর শুরু হয়ে গেছে।

ফিফপ্রো বর্ষসেরা পুরুষ একাদশের ঘোষণাটা এসেছে সোমবার। খেলোয়াড়দের ভোটে গঠিত এই দলে সবচেয়ে বেশি আধিপত্য দেখিয়েছে ইউরোপ চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। দেম্বেলে, দোন্নারুম্মা, হাকিমি, নুনো মেন্ডেস ও ভিটিনহা—মোট পাঁচজন পিএসজি খেলোয়াড় জায়গা পেয়েছেন এই দলে।

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের দুই করে প্রতিনিধি—পেদ্রি ও ইয়ামাল বার্সেলোনা থেকে, বেলিংহাম ও কিলিয়ান এমবাপ্পে মাদ্রিদ থেকে। বাকি দু’জন ইংল্যান্ডের প্রতিনিধি, লিভারপুলের ভার্জিল ফন ডাইক ও চেলসির নবতরকা কোল পালমার।

এই দলে সবচেয়ে বড় আলোড়ন এনেছেন ১৭ বছর বয়সী লামিন ইয়ামাল। ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ ফুটবলার হিসেবে ফিফপ্রো বর্ষসেরা একাদশে জায়গা পেয়ে তিনি ভেঙে দিয়েছেন প্রজন্মের ব্যবধান। অন্যদিকে, উসমান দেম্বেলে—যিনি এবার ব্যালন ডি’অর জিতেছেন—নিজের সেরা মৌসুমের পুরস্কার পেলেন এখানেও।

তবে সবচেয়ে বড় আলোচনার জায়গা মেসির অনুপস্থিতি। ১৭ বছর টানা এই দলে থাকা আর্জেন্টাইন মহাতারকা টানা দ্বিতীয়বার জায়গা পেলেন না। মায়ামিতে গিয়েও আলোচনার কেন্দ্রে ছিলেন, কিন্তু ভোটে জায়গা করে নিতে পারেননি।

একইসঙ্গে বাদ পড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও মোহাম্মদ সালাহও। বিশেষ করে সালাহ—যিনি ইংলিশ প্রিমিয়ার লিগে গোল ও অ্যাসিস্ট দুই তালিকাতেই শীর্ষে থেকে লিভারপুলকে শিরোপা এনে দিয়েছিলেন—তার না থাকা অনেককেই অবাক করেছে।

যুগের পর যুগ মেসি-রোনালদোর দখলে থাকা ফুটবল বিশ্ব এখন ধীরে ধীরে নতুন মালিকদের হাতে যাচ্ছে। ফিফপ্রো একাদশের নাম দেখে মনে হচ্ছে, আগামী দশকের মুখগুলো আমরা ইতিমধ্যেই চিনে ফেলেছি।

ফিফপ্রো বর্ষসেরা একাদশ ২০২৫:

গোলরক্ষক: জিয়ানলুইজি দোন্নারুম্মা (পিএসজি/ম্যানসিটি)

রক্ষণভাগ: আচরাফ হাকিমি (পিএসজি), ভার্জিল ফন ডাইক (লিভারপুল), নুনো মেন্ডেস (পিএসজি)

মিডফিল্ড: ভিটিনহা (পিএসজি), পেদ্রি (বার্সেলোনা), জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ), কোল পালমার (চেলসি)

আক্রমণভাগ: লামিন ইয়ামাল (বার্সেলোনা), উসমান দেম্বেলে (পিএসজি), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments