নেইমারকে ছাড়াই ব্রাজিলের দল...

সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল।...

ঘর থেকে আসা দুর্গন্ধে...

বাগেরহাটে সদর উপজেলায় ভাড়া বাড়ি থেকে সাদিয়া (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার...

আমজনতার দলের নিবন্ধন না...

আমজনতার দলের নিবন্ধন না পাওয়া নিয়ে স্ট্যাটাস দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ...

বিএনপি ক্ষমতায় গেলে কত...

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বিএনপি...
Homeআরওমনোনয়ন পাওয়ার একদিন পর স্থগিত—কে এই কামাল জামান মোল্লা

মনোনয়ন পাওয়ার একদিন পর স্থগিত—কে এই কামাল জামান মোল্লা

মনোনয়ন ঘোষণার একদিন পর মাদারীপুর-১ আসনে প্রার্থীতা স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ আসনে কামাল জামান নুরুদ্দিন মোল্লাকে প্রার্থী ঘোষণা করেছিল বিএনপি। ঘোষণার পর সমর্থকদের সংযত হওয়ার অনুরোধ জানান তিনি। এমনকি মিস্টি বিতরণ করা থেকেও নেতাকর্মীদের বিরত থাকতে বলেন তিনি। আজ মঙ্গলবার বিএনপি তার মনোনয়ন স্থগিত করেছে দল।

মনোনয়ন স্থগিত হওয়ার পর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, যদি আমার বাইরে কাউকে নমিনেশন দেওয়া হয় তাহলে এ সিট-ই পাবে না বিএনপি। আর সেই ক্ষমতাও কারও নেই। মাদারীপুর-১ আসনে এমপি বানাতে হলে আমাকেই নমিনেশন দিতে হবে। আমার বাইরে কারও জনসমর্থন ও লোকজন নেই।

কামাল জামান মোল্লা বলেন, ‘এলাকার জনসমর্থন আমার সঙ্গে আছে, আমি কাজ করছি, দল আমাকে নমিনেশন দিয়েছে, দেবে। আমার কনফিডেন্স আছে।’

জানা গেছে, কামাল জামান মোল্লা শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তার নাম ঘোষণা করার পর মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও গাড়ি ভাঙচুর করে মনোনয়ন না পাওয়া সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর সমর্থকরা।

এরই সূত্র ধরে মঙ্গলবার কামাল জামান মোল্লার নাম স্থগিত ঘোষণা করে প্রেস বিজ্ঞপ্তি দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (০৩ নভেম্বর) গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে ২৩৭ সংসদীয় আসনের মধ্যে মাদারীপুর-০১ (শিবচর উপজেলা) আসনেও মনোনয়নপ্রাপ্ত কামাল জামান মোল্লার নাম ঘোষণা করা হয়। অনিবার্য কারণবশত ঘোষিত মাদারীপুর-০১ (শিবচর উপজেলা) আসন ও দলীয় মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির নাম স্থগিত রাখা হলো।

এ বিষয়ে কামাল জামান মোল্লা বলেন, উনি (সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী) একশ থেকে ১২০ জন নিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে। আমি যদি প্রতিহত করতে যাইতাম আমার ওই এলাকারই ৫ হাজার লোক যেত। কিন্তু আমি সবাইকে নিষেধ করে আইনগত ব্যবস্থা নিতে বলেছি। তারাই ৩০ মিনিটের মধ্যে সব ঠিক করে দিয়েছেন। এ ছাড়া নমিনেশন অনেকেই চায় কিন্তু অনেকে পায় আবার অনেকে পায় না, এ ঘটনা আগেও অনেক ঘটেছে। তবে আমরা প্রতিহত করতে যাওয়ার প্রয়োজন মনে করিনি, তাই যাইওনি।

তিনি বলেন, ‘মনোনয়ন স্থগিত করছে কিনা তা আমি এখনো জানি না, তবে শুনেছি। এজন্য বিষয়টি জানার জন্য ঢাকায় যাচ্ছি। তবে স্থগিত হওয়ার কোনো সুযোগ নেই।’

দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর-১ আসনের প্রার্থী কামাল জামান মোল্লা ২০০১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। বর্তমানে তিনি শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিকভাবে তার পরিবারও বেশ প্রভাবশালী।

তার ভাই লতিফ মোল্লা শিবচর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। অপরদিকে তার দলীয় প্রতিদ্বন্দ্বী সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২০১৮ সালে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments