পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া কিশোর মঙ্গলবার সকালে নর্থ ব্রাঞ্জউইক কাউন্টির একটি স্কুলের ভোটকেন্দ্রে বোমা হামলার হুমকি দেয়।
নিউ জার্সির গভর্নর নির্বাচনের একটি ভোটকেন্দ্রে ইমেইলে বোমা হামলার হুমকি দেওয়ার ঘটনায় সন্দেহভাজন এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া কিশোর মঙ্গলবার সকালে নর্থ ব্রাঞ্জউইক কাউন্টির একটি স্কুলের ভোটকেন্দ্রে বোমা হামলার হুমকি দেয়।
কাউন্টি প্রসিকিউটরের এক বিবৃতি অনুযায়ী, লিভিংস্টোন পার্ক এলিমেন্টারি স্কুল ভোটকেন্দ্রে মঙ্গলবার সকালে বার্তাযোগে একাধিক বোমা হামলার হুমকি আসে। সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করে পুলিশ।
কিছুক্ষণের মধ্যেই হুমকিগুলো ভুয়া বলে ধরা পড়ে। তদন্ত কর্মকর্তারা দ্রুত সন্দেহভাজনকে ধরে ফেলেন এবং জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান।
ওই সময় অভিযুক্ত কিশোরের কাছ থেকে হুমকির বার্তা পাঠানো ইলেকট্রনিক ডিভাইসগুলো উদ্ধার করা হয়।
আইউইটনেস নিউজ জানায়, মঙ্গলবার সকালে নিউ জার্সির বেশ কয়েকটি কাউন্টির ভোটকেন্দ্রে ইমেইলে বোমা হামলার হুমকি আসে।
এর ফলে বার্গেন, এসেক্স, মার্সার, মিডলসেক্স, মোনমাউথ, ওশেন এবং প্যাসেইক কাউন্টির বিভিন্ন ভোটকেন্দ্র সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়।
গ্রেপ্তার হওয়া কিশোর অন্য কাউন্টির ভোটকেন্দ্রে হুমকি পাঠানোর ঘটনায় জড়িত কি না, সেটি তদন্ত করছেন কর্মকর্তারা।