দুটি দেশ থেকে ভিসা জালিয়াতির ঘটনা বেশি হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে কানাডা সরকার।
বড় পরিসরে বাংলাদেশি ও ভারতীয়দের ভিসা বাতিলের পরিকল্পনা নিয়েছে কানাডা।
উত্তর অ্যামেরিকার দেশটির সম্প্রচারমাধ্যম সিবিসি জানায়, দেশ দুটি থেকে ভিসা জালিয়াতির ঘটনা বেশি হওয়ায় এমন পরিকল্পনা করেছে কানাডা সরকার।
সরকারি কিছু নথির বরাতে সিবিসি জানায়, ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা-আইআরসিসি ও কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি কয়েকটি সংস্থার সঙ্গে যৌথভাবে সন্দেহজনক ভিসা বাতিলের প্রক্রিয়া নিয়ে কাজ করছে।
নথিতে ভারত ও বাংলাদেশকে ‘কান্ট্রি স্পেসিফিক চ্যালেঞ্জেস আখ্যা দিয়ে সুনির্দিষ্টভাবে দেশ দুটির কথা উল্লেখ করা হয়েছে।
প্রকাশিত নথিতে আরও বলা হয়, ২০২৩ সালের মে মাসে কানাডায় ভারতীয় অ্যাসাইলাম প্রত্যাশী ছিলেন ৫০০ জন। ২০২৪ সালের জুলাইয়ে সে সংখ্যা দাঁড়ায় দুই হাজার জনে।
পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বড় পরিসরে ভিসা বাতিলের একটি আইন পাস করতে চলছে দেশটির সরকার। বিল সি-১২ নামের আইনটি সংসদে দ্রুত পাস করতে এরই মধ্যে চাপ প্রয়োগ করা হয়েছে।
যদিও সুনির্দিষ্ট দুই দেশের ভিসা বাতিলের বিষয়টি অস্বীকার করেছেন দেশটির ইমিগ্রেশনমন্ত্রী লিনা দিয়াব।
দুর্যোগ, যুদ্ধ ও জরুরি অবস্থায় শুধু ভিসা বাতিলের নতুন আইন প্রয়োগ হবে বলে উল্লেখ করেন তিনি।