বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক পেসার জাহানারা আলমের বিস্ফোরক অভিযোগে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্প্রতি একাধিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জাহানারা নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, প্রয়াত ইনচার্জ তৌহিদ মাহমুদ, কোচ ইমন, ম্যানেজার ফাইয়াজ, কর্মকর্তা বাবু, এবং ক্রিকেটার পিংকি, নাহিদা আক্তার ও রিতুমনি–সহ কয়েকজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন।
অস্ট্রেলিয়ায় ক্লাব ক্রিকেট খেলতে থাকা জাহানারা অভিযোগ করেছেন, নারী দলের দায়িত্বে থাকা কয়েকজনের আচরণ ছিল অনৈতিক ও অসম্মানজনক। তার দাবি, এসব ঘটনার বিষয়ে তিনি বারবার বিসিবিকে জানালেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। “দেড় বছরে অসংখ্যবার অভিযোগ করেছি। তৎকালীন নারী উইংয়ের প্রধান নাদেল স্যারকে জানিয়েছিলাম, সাময়িক পরিবর্তন আসলেও পরে সব আগের মতোই হয়ে যেত,” বলেন তিনি।
সবচেয়ে আলোচিত অংশে জাহানারা মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে শারীরিক হয়রানির অভিযোগ আনেন। তার ভাষায়, “উনি একদিন এসে আমার কাঁধে হাত রেখে জিজ্ঞেস করেন, পিরিয়ড চলছে কতদিন? শেষ হলে জানাতে বলেন, যেন দেখা করতে পারি।” তিনি আরও দাবি করেন, “বিশ্বকাপের সময় হ্যান্ডশেকের বদলে আলিঙ্গন করতেন।”
এমন অভিযোগের পর বিসিবি বিষয়টি গভীরভাবে অনুসন্ধানের ঘোষণা দিয়েছে। বোর্ডের এক পরিচালকের বরাত দিয়ে দেশের একটি গণমাধ্যম জানায়, “অভিযোগগুলো আমরা গুরুত্ব সহকারে দেখছি। এতজনের নাম আসায় এটি এখন বোর্ড পর্যায়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সভাপতি ও সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে। নিশ্চয়ই বিষয়টি খতিয়ে দেখা হবে।”
এর আগে গতকাল বিসিবি এক বিবৃতিতে এসব অভিযোগকে “ভিত্তিহীন, মনগড়া ও অসত্য” বলে প্রত্যাখ্যান করে। বোর্ড জানায়, বর্তমান নারী দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের বিরুদ্ধে এমন বিভ্রান্তিকর বক্তব্য অত্যন্ত দুঃখজনক, বিশেষ করে এমন সময়ে যখন বাংলাদেশ নারী দল আন্তর্জাতিক ক্রিকেটে প্রশংসনীয় সাফল্য ও ঐক্য প্রদর্শন করছে।
অন্যদিকে, অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি নিজেও জাহানারার অভিযোগের কড়া জবাব দিয়েছেন এবং তা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি শেষ হওয়া নারী বিশ্বকাপে বাংলাদেশ দল সাত ম্যাচে এক জয় নিয়ে অষ্টম দলের মধ্যে সপ্তম স্থানে টুর্নামেন্ট শেষ করেছে। অভিযোগ-প্রতিঅভিযোগে এখন সেই পারফরম্যান্সের চেয়ে আলোচনায় বেশি নারী দলের ভেতরের অস্থিরতা।